5. এক ইঞ্চি পুরু লৌহপাত দিয়ে তৈরি কোনো ফাঁপা নলের দৈর্ঘ্য 9 ফুট এবং ভিতরের ব্যাস 3 ইঞ্চি। এক ঘন ইঞ্চি। পাতের ওজন পাউন্ড হলে ঐ নলের ওজন কত?
দেওয়া তথ্য:
- লম্ব (দৈর্ঘ্য):
- ভিতরের ব্যাস:
- পাতের পুরুত্ব:
- প্রতি ঘন ইঞ্চি লোহার ওজন:
সমাধানের ধাপ:
ধাপ ১: নলের ভিতরের এবং বাইরের ব্যাসার্ধ নির্ণয়
-
ভিতরের ব্যাসার্ধ ():
-
বাইরের ব্যাসার্ধ ():
ধাপ ২: ফাঁপা নলের আয়তন নির্ণয়
ফাঁপা নলের আয়তনের সূত্র:
এখানে,
তাহলে,
নলের আয়তন:
ধাপ ৩: নলের ওজন নির্ণয়
প্রশ্ন অনুযায়ী, প্রতি ঘন ইঞ্চি লোহার ওজন 1 পাউন্ড।
তাহলে নলের মোট ওজন হবে:
চূড়ান্ত উত্তর:
নলের মোট ওজন হবে 1357.17 পাউন্ড।
যদি কোনো ধাপ বুঝতে সমস্যা হয়, জানিও!
0 Comments