4. কোনো ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের ভূমির বাইরের ও ভিতরের ব্যাস যথাক্রমে 21 সেমি ও 14 সেমি। এটির প্রান্তদ্বয়ের ক্ষেত্রফল কত?
প্রদত্ত তথ্য:
-
বাইরের ব্যাস ():
বাইরের ব্যাসার্ধ ():
-
ভিতরের ব্যাস ():
ভিতরের ব্যাসার্ধ ():
সমাধানের ধাপ:
ধাপ ১: একটি প্রান্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র:
প্রান্তদ্বয়ের ক্ষেত্রফলের জন্য বলয়ের ক্ষেত্রফলের সূত্র প্রযোজ্য:
এখন, যেহেতু দুটি প্রান্ত আছে, মোট ক্ষেত্রফল হবে:
ধাপ ২: প্রদত্ত মানগুলোর স্থানাপন্ন:
সূত্রে মান বসালে:
ধাপ ৩: এবং নির্ণয়:
তাহলে:
ধাপ ৪: নির্ণয়:
চূড়ান্ত উত্তর:
ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের প্রান্তদ্বয়ের মোট ক্ষেত্রফল হলো 384.85 বর্গ সেমি।
যদি কোনো ধাপ বুঝতে সমস্যা হয়, জানিও। 😊
0 Comments