Keno Beche Achi ( কেন বেঁচে আছি ) Lyrics by Nachiketa Chakraborty
Keno Beche Achi ( কেন বেঁচে আছি ) Song Lyrics In Bengali :
বলো কেন বেঁচে আছি?
বলো কেন বেঁচে আছি?
বলো কেন বেঁচে আছি?
বলো কেন বেঁচে আছি?
বেঁচে থাকি রোজ কিসের টানে
প্রতিটি দিন জানে ব্যর্থ অভিধানে
খুঁজে গেছি জীবনের মানে,
প্রতিটি দিন জানে ব্যর্থ অভিধানে
আমি খুঁজে গেছি জীবনের মানে।
বলো কেন বেঁচে আছি?
(বলো কেন বেঁচে আছি?)
বলো কেন বেঁচে আছি?
(বলো কেন বেঁচে আছি?)
লেখাপড়া শিখে সার্টিফিকেট
যদিও কপালে জোটে,
পকেটটা থাকে সেই খালি,
প্রতারণা শুধু জালিয়াতি চলে
মাটি ভেবে মুঠো মুঠো ভরি বালি।
তবুও ছুটছি, (তবুও ছুটছি)
কেন তবুও ছুটছি, অন্তহীন সন্ধানে,
খুঁজে গেছি জীবনের মানে।
বলো কেন বেঁচে আছি?
(বলো কেন বেঁচে আছি?)
বলো কেন বেঁচে আছি?
(বলো কেন বেঁচে আছি?)
এই পৃথিবীতে ডাস্টবিনে
ফেলে দেয় খাবার,
কেউ সে খাবার খুঁটে খায়।
রেড-লাইট মোড়ে ওই যে দাঁড়িয়ে মেয়ে
একা একা জীবনের হিসেবে মেলায়।
কেন তবুও বাঁচতে চাওয়া,
(তবুও বাঁচতে চাওয়া)
কেন তবুও বাঁচতে চাওয়া অলীক মায়ার বন্ধনে,
খুঁজে গেছি জীবনের মানে।
বলো কেন বেঁচে আছি?
(বলো কেন বেঁচে আছি?)
বলো কেন বেঁচে আছি?
(বলো কেন বেঁচে আছি?)
বেঁচে থাকি রোজ কিসের টানে
প্রতিটি দিন জানে ব্যর্থ অভিধানে
খুঁজে গেছি জীবনের মানে,
প্রতিটি দিন জানে ব্যর্থ অভিধানে
আমি খুঁজে গেছি জীবনের মানে।
বলো কেন বেঁচে আছি?
(বলো কেন বেঁচে আছি?)
বলো কেন বেঁচে আছি?
(বলো কেন বেঁচে আছি?)
Keno Beche Achi Song Video :
কেন বেঁচে আছি - Keno Beche Achi লিরিক্স - নচিকেতা চক্রবর্তী :
Bolo keno beche achi
Beche thaki rooj kiser taane
Protiti din jaane bertho obhidhane
Khuje gechi jiboner maane
Bolo keno benche achi
Lekhapora shikhe certificate
Jodio kopale jote
Pocket-ta thake sei khali
Protarona shudhu jaliyati chole
Mati vebe mutho mutho bhori bali
Tobuo chutchi keno tobuo chutchi
Ontoheen sondhane
Khuje gechi jiboner maane
Ei prithibite dustbin e
Fele dey khabar
Keu se khabar khute khaay
Keno tobuo banchte chaowa alik mayar bondhone
Khuje gechi jiboner maane
Bolo keno beche achi
Keno Beche Achi - কেন বেঁচে আছি Lyrics by Nachiketa Chakraborty :
Keno Beche Achi - কেন বেঁচে আছি Lyrics short details :
Song : Keno Beche Achi
Singer : Nachiketa Chakraborty
Lyrics : Kakali Chatterjee
Music : Devjit Roy
Song Programming : Gopal Das
Record Mixed & Master : G.Deb
Cinematography Edit & Color : Susanta Adhikary
Label : Friday Fun Records Bengali
0 Comments