Jiya Tui Chara - জিয়া তুই ছাড়া Lyrics by Arijit Singh from Biye Bibhrat
জিয়া তুই ছাড়া - Jiya Tui Chara Song Lyrics In Bengali :
লাগে না, লাগে না
আজ জিয়া তুই ছাড়া,
ডাকি তাও জাগে না
চায় হৃদয় তোর সাড়া।
রং মেশায় দিন রাতে
এ দুচোখের দরিয়াতে,
কে আর তুই ছাড়া।
লাগে না, লাগে না
আজ জিয়া তুই ছাড়া,
ডাকি তাও জাগে না
চায় হৃদয় তোর সাড়া।
ছুঁয়ে দিলে মন-বিনা বেজে ওঠে যে
দে ভিজিয়ে শুধু যেন আঁখি না ভেজে,
জানিনা কিভাবে তোকে বলি এ আমি
কত রাগই থেকে যাবে হয়ে বেনামী।
মরমিয়া মন মানেনা এখন
কেন সে বাবরা,
রং মেশায় দিন রাতে
এ দু'চোখেরই দরিয়াতে,
কে আর তুই ছাড়া ..
লাগে না, লাগে না
আজ জিয়া তুই ছাড়া,
ডাকি তাও জাগে না
চায় হৃদয় তোর সাড়া।
Jiya Tui Chara - জিয়া তুই ছাড়া Song Lyrics In Bengali :
Laage na laage na
Aaj jiya tui chara
Daaki taao jaage na
Chaay hridoy tor sara
Rong meshay din raate
E duchokher doriyate
Ke aar tui chara
Chuye dile monobina beje othey je
De vijiye shudhu jeno ankhi na veje
Janina kivabe toke boli e ami
Koto raagi theke jaabe hoye benami
Moromiya mon manena ekhon
Keno se babra
জিয়া তুই ছাড়া - Jiya Tui Chara Song Video :
Jiya Tui Chara - জিয়া তুই ছাড়া Lyrics by Arijit Singh Details :
Biye Bibhrat বাংলা সিনেমার জিয়া তুই ছাড়া গানটি গেয়েছেন অরিজিৎ সিং। অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, আবীর চ্যাটার্জি, লহোমা ভট্টাচার্য প্রমুখ। জিয়া তুই ছাড়া গান বাংলায় লিখেছেন বারিশ। সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য।
Song : Jiya Tui Chara
Film : Biye Bibhrat
Singer : Arijit Singh
Lyrics : Barish
Music : Ranajoy Bhattacharjee
Director : Raja Chanda
DOP : Basudeb Chakraborty
Story : Parambrata Chattopadhyay
Producers : Shyam Sundar Dey, Aritra Sen & Tanmoy Banerjee
Label : Zee Music Bangla
0 Comments