Cholo Brishtite Bhiji - চলো বৃষ্টিতে ভিজি Lyrics by Habib Wahid
চলো বৃষ্টিতে ভিজি - Cholo Brishti Te Bhiji Song Lyrics In Bengali :
বাদলা দিনে মনে পড়ে, ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান।
যদি ডেকে বলি এসো হাত ধরো
চলো ভিজি আজ বৃষ্টিতে,
এসো গান করি মেঘো মল্লারে
করুনাধারা দৃষ্টিতে।
আসবে না তুমি, জানি আমি জানি
অকারনে তবু কেনো কাছে ডাকি,
কেনো মরে যাই, তৃষ্ণাতে এই
এসো না চলো জলে ভিজি
শ্রাবণ রাতের বৃষ্টিতে।
কত না প্রণয় ভালোবাসাবাসি
অশ্রু সজল কত হাসাহাসি,
চোখে চোখ রাখা জলছবি আঁকা
বকুল কোন ধাগাতে।
কাছে থেকেও তুমি কত দূরে
আমি মরে যাই তৃষ্ণাতে,
চলো ভিজি আজ বৃষ্টিতে।
যদি ডেকে বলি এসো হাত ধরো
চলো ভিজি আজ বৃষ্টিতে,
এসো গান করি মেঘো মল্লারে
করুনাধারা দৃষ্টিতে।
আসবে না তুমি, জানি আমি জানি
অকারনে তবু কেনো কাছে ডাকি,
কেনো মরে যাই, তৃষ্ণাতে এই
এসো না চলো জলে ভিজি
শ্রাবণ রাতের বৃষ্টিতে।
বাদলা দিনে মনে পড়ে, ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান।
Cholo Brishti Te Bhiji - চলো বৃষ্টিতে ভিজি Song Lyrics In Bengali :
Badla dine mone pore chelebelar gaan
Bristi pore tapur tupur node elo baan
Jodi deke boli esho haat dhoro
Cholo viji aaj bristite
Esho gaan kori megho mollare
Korunadhara drishtite
Ashbe na tumi jani ami jani
Okarone tobu keno kache daaki
Keno more jai trishnate ei
Esho na cholo jole viji
Shrabon raater brishtite
Koto na pronoy bhalobashabashi
Ashru sajal koto hasahasi
Chokhe chokh rakha jolchobi aka
Bokul kon dhagate
Kache thekeo tumi koto dure
Ami more jai trishnate
Cholo viji aaj bristite
Cholo Brishti Te Bhiji - চলো বৃষ্টিতে ভিজি Song Video :
চলো বৃষ্টিতে ভিজি - Cholo Brishtite Bhiji by Habib Wahid Song Details :
আমার আছে জল বাংলা সিনেমা একটি জনপ্রিয় এই গান চলো বৃষ্টিতে ভিজি গেয়েছেন হাবিব ওয়াহিদ । আমার আছে জল বাংলা সিনেমা অভিনয়ে করেছেন বিদ্যা সিনহা সাহা মিম, ফেরদৌস আহমেদ, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন প্রমুখ। চলো বৃষ্টিতে ভিজি বাংলা গানের কথা লিখেছেন হুমায়ূন আহমেদ। সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। আমার আছে জল মুভিটি পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ।
Song : Cholo Brishti Te Bhiji
Film : Amar Ache Jol (2008)
Singer : Habib Wahid
Lyrics : Humayun Ahmed
Label : Channel i Tv
0 Comments