Ami Tarei Khuje Berai - আমি তারেই খুঁজে বেড়াই Lyrics Bengali Rabindra Sangeet
আমি তারেই খুঁজে বেড়াই - Ami Tarei Khuje Berai Song Lyrics In Bengali :
আমি তারেই খুঁজে বেড়াই
যে রয় মনে, আমার মনে
আমার মনে,
আমি তারেই খুঁজে বেড়াই।
সে আছে বলে
আমার আকাশ জুড়ে ফোটে তারা রাতে,
প্রাতে ফুল ফুটে রয় বনে আমার
বনে আমার বনে।
আমি তারেই খুঁজে বেড়াই
যে রয় মনে, আমার মনে
আমার মনে,
আমি তারেই খুঁজে বেড়াই।।
সে আছে বলে চোখের তারার আলোয়
আছে বলে চোখের তারার আলো,
এত রূপের খেলা রঙের মেলা
অসীম সাদায় কালোয়,
সে মোর সঙ্গে থাকে বলে
আমার অঙ্গে অঙ্গে হরষ জাগায়
দখিন সমীরণে, সমীরণে, সমীরণে।
আমি তারেই খুঁজে বেড়াই
যে রয় মনে, আমার মনে
আমার মনে,
আমি তারেই খুঁজে বেড়াই।।
তারই বাণী হঠাৎ উঠে পুরে
আনমনা কোন তানের মাঝে,
আমার গানের সুরে,
তারই বাণী
দুখের দোলে হঠাৎ মোরে দোলায়,
দুখের দোলে হঠাৎ মোরে দোলায়,
কাজের মাঝে লুকিয়ে থেকে
আমারে কাজ ভোলায়।
সে মোর চিরদিনের বলে
তারই পুলকে মোর পলকগুলি
ভরে ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে।
আমি তারেই খুঁজে বেড়াই
যে রয় মনে, আমার মনে
আমার মনে,
আমি তারেই খুঁজে বেড়াই।
সে আছে বলে
আমার আকাশ জুড়ে ফোটে তারা রাতে,
প্রাতে ফুল ফুটে রয় বনে আমার
বনে আমার বনে।
আমি তারেই খুঁজে বেড়াই
যে রয় মনে, আমার মনে
আমার মনে,
আমি তারেই খুঁজে বেড়াই।।
Ami Tarei Khuje Berai - আমি তারেই খুঁজে বেড়াই Song Lyrics In Bengali :
Ami Tarei Khuje Berai
Je roy mone amar mone
Se ache bole
Amar akash jure fotey tara raate
Praate phul fute roy bone amar
Bone amar bone
Ami Tarei Khunje Berai
Je roy mone amar mone
Se ache bole chokher taray aaloy
Eto ruper khela ronger mela
Asim saday kaloy
Se mor songge thake bole
Amar ongge ongge horosh jagay
Dokhin samirane
Ami Tarei Khnuje Berai
Taari baani hotath uthey pure
Aanmona kon taaner majhe
Amar gaaner sure Taari baani
Dukher doley hotath more dolay
Kajer majhe lukiye theke
Amare kaaj bholay
Se mor chirodiner bole
Taari puloke mor polokguli
Bhore khone khone
Ami Tarei Khuje Berai ( আমি তারেই খুঁজে বেড়াই ) Song Video :
আমি তারেই খুঁজে বেড়াই - Ami Tarei Khuje Berai Lyrics Rabindra Sangeet Details :
আমি তারেই খুঁজে বেড়াই রবীন্দ্র সঙ্গীত গেয়েছেন সঞ্চিতা রায়। একই রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন অর্ঘ্য সেন, প্রমিতা মল্লিক, ইন্দ্রাণী সেন, সুস্মিতা পাত্র, শেমন্তি মঞ্জরি এবং অনেক শিল্পী তাদের নিজস্ব ভাবে। আমি তারেই খুঁজে বেড়াই বাংলায় গানের কথা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
Song : Ami Tarei Khuje Berai
Lyrics : Rabindranath Tagore
Singer : Sanchita Roy
Parjaay : Puja-551
Upa-parjaay : Baul
Raag : Kalingara-Baul
Taal : Dadra
Label : SVF Music
0 Comments