Amar Mon Cholo Jai Bhromone - আমার মন চলো যাই ভ্রমণে Lyrics Bengali Folk Song
Amar Mon Cholo Jai Bhromone Song Lyrics In Bengali :
আমার মন চলো যাই ভ্রমণে
কৃষ্ণ অনুরাগের বাগানে।
আমার মন চলো যাই ভ্রমণে
কৃষ্ণ অনুরাগের বাগানে,
সেথায় যাবি, প্রাণ জুড়াবি
আনন্দ সমীরণে, হায় ভোলামন,
ওরে সেথায় যাবি, প্রাণ জুড়াবি
আনন্দ সমীরণে,
কৃষ্ণ অনুরাগের বাগানে।
আমার মন চলো যাই ভ্রমণে
কৃষ্ণ অনুরাগের বাগানে।।
সে বাগানে তিন জনা মালী
একজন সাহেব, একজন উড়ে,
একজন বাঙ্গালী।
বাগানে তিন জনা মালী
একজন সাহেব, একজন উড়ে,
একজন বাঙ্গালী।
তারা সেচ করে লাড়ে চাড়ে
ও তারা সেচ করে লাড়ে চাড়ে,
গাছ বাড়ে অতি যতনে,
কৃষ্ণ অনুরাগের বাগানে
কৃষ্ণ অনুরাগের বাগানে
আমার মন চলো যাই ভ্রমণে
কৃষ্ণ অনুরাগের বাগানে।।
বাগানে নিত্য ফোটে পাঁচ রকমের ফুল
সৌরভে প্রাণ আকুল করে, গৌরবে আকুল,
ক্ষ্যাপা রে গৌরবে আকুল,
ওরে আত্মারামের আত্মা ব্যাকুল
ওরে আত্মারামের আত্মা ব্যাকুল
ভরেছে তার আঘ্রাণে,
কৃষ্ণ অনুরাগের বাগানে
কৃষ্ণ অনুরাগের বাগানে।
আমার মন চলো যাই ভ্রমণে
কৃষ্ণ অনুরাগের বাগানে,
ওরে সেথায় যাবি, প্রাণ জুড়াবি
আনন্দ সমীরণে, হায় ভোলামন,
ওরে সেথায় যাবি, প্রাণ জুড়াবি
আনন্দ সমীরণে,
কৃষ্ণ অনুরাগের বাগানে।
আমার মন চলো যাই ভ্রমণে
কৃষ্ণ অনুরাগের বাগানে।।
আমার মন চলো যাই ভ্রমণে লিরিক্স - বাংলা ফোক গান :
Amar Mon Cholo Jai Bhromone
Krishno anurager bagane
Sethay jabi praan jurabi
Aanondo somirone
Krishno anurager bagane
Se bagane tin jona maali
Ekjon saheb ekjon ure ekjon bangali
Tara sech kore lare chare
Gach bare oti jotone
Bagane nittyo fotey panch rokomer phul
Sourove praan akul kore gourobe akul
Ore antmaramer antma byakul
Bhoreche taar aghrane
Amar Mon Cholo Jai Bhramane
Krishna anurager bagane
Amar Mon Cholo Jai Bhromone Song Video :
Amar Mon Cholo Jai Bhromone Lyrics Bengali Folk Song :
আমার মন চলো যাই ভ্রমণে বাংলা ফোক গানটি গেয়েছেন পৌশালি ব্যানার্জি। সংগীতায়োজন করেছেন শৌর্য ঘটক। মিক্সিং এবং মাস্টারিং সিদ্ধেশ্বর ব্যানার্জী। আমার মন চলো যাই ভ্রমণে লিরিক্স বাংলা ঐতিহ্যবাহী লোক গান। একই বাউল গান কানাই দাস বাউল, সাত্যকি ব্যানার্জী, অনুপ ঘোষাল সহ বিভিন্ন শিল্পী তাদের নিজস্ব উপায়ে গেয়েছেন।
Amar Mon Cholo Jai Bhromone Lyrics Details :
Song : Amar Mon Cholo Jai Bhromone
Singer : Poushali Banerjee
Music & Lyrics : Traditional
Project By : Pratima Dutta
Music Arrangement : Shourya Ghatak
Cinematographer : Rana Banerjee, Abhinaba
Banerjee & Rittik Chakraborty
Music On: T-Series
0 Comments