Eshwar ( ঈশ্বর ) Lyrics by Riyad from Shakib Khan Movie Priyotoma
Eshwar - ঈশ্বর Song Lyrics In Bengali :
তুমি এই রোদের মতো
আমি তোমায় মাখছি গো,
তুমি এই মেঘের মতো
বৃষ্টির আশায় থাকছি গো।
ভাবি যেতে যেতে থেমে
সেই দেখা শেষ দেখা না হোক,
তোমার আমার প্রেমে
আমি কি একাই স্মৃতির বাহক।
তুমি সব ভালো আমার
তুমি সব আলো আমার,
অন্ধকার তো না,
তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা।
ঈশ্বর কি তোমার আমার
মিলন লিখতে পারতোনা ?
ঈশ্বর কি তোমার আমার
মিলন লিখতে পারতোনা ?
তোমার সেই সবুজ পাহাড়
একটু কি রং হারাচ্ছে তা,
মন খারাপের বিলাপ শোনো
গাছ ফুল পাখি লতাপাতা।
এই ধূসর প্রখর জমিনে
আমি পথ হারা তোমা-বিনে,
শুনতে কি পাও না আর্তনাদ?
ঈশ্বর কি তোমার আমার
মিলন লিখতে পারতো না ?
ঈশ্বর কি তোমার আমার
মিলন লিখতে পারতো না ?
Eshwar - ঈশ্বর Song Lyrics In Bengali :
Tumi ei roder moto
Ami tomay makhchi go
Tumi ei megher moto
Bristir ashay thakchi go
Vabi jete jete theme
Sei dekha sedh dekha na hok
Tomar amar preme
Ami ki ekai smritir bahok
Tumi sob valo amar
Tumi sob aalo amar
Ondhokar toh na
Tobe ki britha jabe prem parthona
Eshwar Ki tomar amar
Milon likhte parto na
Tomar sei sobuj pahar
Ektu ki rong haracche taa
Mon kharaper bilap shono
Gach phul pakhi lotapata
Ei dhusor prokhor jomine
Ami poth hara toma bine
Shunte ki pao na artonad
Ishwar Ki Tomar Amar
Milon likhte paroto na
Eshwar Ki tomar amar
Milon likhte partona
Eshwar Lyrics from Priyotoma Details:
Song : Eshwar
Film : Priyotoma
Singer : Riyad
Lyrics : Shomeshwar Oli
Composition : Prince Mahmud
Director : Himel Ashraf
Produced by : Arshad Adnan
Label : Tiger Media
More Information :
প্রিয়তমা বাংলা সিনেমার ঈশ্বর - Eshwar গানটি গেয়েছেন রিয়াদ। শাকিব খান ও ইধিকা পাল অভিনয় করেছেন। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না গানটির সংগীতায়োজন করেছেন প্রিন্স মাহমুদ। বাংলায় ঈশ্বরের গান লিখেছেন সোমেশ্বর অলি। প্রিয়তমা বাংলা চলচ্চিত্র হিমেল আশরাফ পরিচালিত, ভার্সেটাইল মিডিয়া দ্বারা উপস্থাপিত।
Eshwar Lyrics from Priyotoma Video :
Tags: Idhika Paul, Prince Mahmud, Riyad, Shakib Khan
0 Comments