Miliye Nio ( মিলিয়ে নিও ) Lyrics Nachiketa Chakraborty & Farzana Sifat
Miliye Nio Sob Muche Jay ( মিলিয়ে নিও সব মুছে যায় ) Song Information :
Song : Miliye Nio
Singer : Nachiketa Chakraborty & Farzana Sifat
Lyrics : Srijato
Composer : Joy Sarkar
Music Label : Gan Goppo
Miliye Niyo Sob Muche Jay song sung by Nachiketa Chakraborty And Farzana Sifat. The song is composed by Joy Sarkar. Miliye Niyo Sob Muche Jay song is penned by Srijato. It is a popular song of Nachiketa Chakraborty.
Miliye Nio Sob Muche Jay ( মিলিয়ে নিও সব মুছে যায় ) Song Lyrics In Bengali :
মিলিয়ে নিও সব মুছে যায়
হোক সে মেঘ বা তারা,
থাকে কেবল ভুল দেরাজে
পুরনো চিঠির পাতারা।
মিলিয়ে নিও সব মুছে যায়
হোক সে মেঘ বা তারা।।
মুছে যেতে পারে জলছবি
হারানো সুরের বান্ধবী,
যেমন হারায় তার গান একা
এস্রাজে।
মুছে যেতে পারে সব কথা
দু’হাতে সাজানো স্তব্ধতা,
যেমন হঠাৎ তার মন খারাপ
হয়ে বাজে।
থাকে কেবল নীল সময়ে
বর্ষাবিহীন ছাতারা,
মিলিয়ে নিও সব।
মুছে যেতে পারে দিনগুলো
মুঠোতে অতীত রংধুলো,
যেমন পালায় সন্ধ্যের পরাগ
এক ছুটে।
মুছে যেতে পারে রাত ভোরও
স্বাধীনতাহীন অক্ষরও
যেমন স্নানের জল চায়
কাজলকে ধুতে।
থাকে কেবল কোন ধূসরে
কবিতা লেখার খাতারা ..
মিলিয়ে নিও সব মুছে যায়
হোক সে মেঘ বা তারা,
থাকে কেবল ভুল দেরাজে
পুরনো চিঠির পাতারা।
মিলিয়ে নিও সব।।
Miliye Nio Sob Muche Jay ( মিলিয়ে নিও সব মুছে যায় ) Song Lyrics In Bengali :
Miliye Niyo Sob Muche Jay
Hokh se megh ba tara
Thake kebol bhul deraje
Purono cithir patara
Muche jete pare jolchobi
Harano surer bandhobi
Jemon haray tar gaan eka
Esraje
Muche jete pare sob kotha
Du haate sajano stobdhota
Jemon hotath tar mon kharap
Hoye baaje
Thake kebol neel somoye
Borshabihin chatara
2.who is/are the singer/singers of the song? ans : Nachiketa Chakraborty & Farzana Sifat
3.who is the lyricist of the song? ans : Srijato
মিলিয়ে নিও সব মুছে যায়
হোক সে মেঘ বা তারা,
থাকে কেবল ভুল দেরাজে
পুরনো চিঠির পাতারা।
মিলিয়ে নিও সব মুছে যায়
হোক সে মেঘ বা তারা।।
মুছে যেতে পারে জলছবি
হারানো সুরের বান্ধবী,
যেমন হারায় তার গান একা
এস্রাজে।
মুছে যেতে পারে সব কথা
দু’হাতে সাজানো স্তব্ধতা,
যেমন হঠাৎ তার মন খারাপ
হয়ে বাজে।
থাকে কেবল নীল সময়ে
বর্ষাবিহীন ছাতারা,
মিলিয়ে নিও সব।
মুছে যেতে পারে দিনগুলো
মুঠোতে অতীত রংধুলো,
যেমন পালায় সন্ধ্যের পরাগ
এক ছুটে।
মুছে যেতে পারে রাত ভোরও
স্বাধীনতাহীন অক্ষরও
যেমন স্নানের জল চায়
কাজলকে ধুতে।
থাকে কেবল কোন ধূসরে
কবিতা লেখার খাতারা ..
মিলিয়ে নিও সব মুছে যায়
হোক সে মেঘ বা তারা,
থাকে কেবল ভুল দেরাজে
পুরনো চিঠির পাতারা।
মিলিয়ে নিও সব।।
Miliye Nio Sob Muche Jay ( মিলিয়ে নিও সব মুছে যায় ) Song Lyrics In Bengali :
Miliye Niyo Sob Muche Jay
Hokh se megh ba tara
Thake kebol bhul deraje
Purono cithir patara
Muche jete pare jolchobi
Harano surer bandhobi
Jemon haray tar gaan eka
Esraje
Muche jete pare sob kotha
Du haate sajano stobdhota
Jemon hotath tar mon kharap
Hoye baaje
Thake kebol neel somoye
Borshabihin chatara
Related Question & Answer Of This Song
1.who is the music director of the song? ans : Joy Sarkar2.who is/are the singer/singers of the song? ans : Nachiketa Chakraborty & Farzana Sifat
3.who is the lyricist of the song? ans : Srijato
0 Comments