Ticker

6/recent/ticker-posts

Header Ads Wigete

Hariye Giyechi ( হারিয়ে গিয়েছি ) Bengali Song Lyrics | Arnob


Hariye Giyechi ( হারিয়ে গিয়েছি ) Lyrics by Arnob Bengali Song


Hariye Giyechi ( হারিয়ে গিয়েছি ) Bengali Song Lyrics | Arnob


Hariye Giyechi Song Details :

Song Name : Hariye Giyechi
Singer : Shayan Chowdhury Arnob
Music Publisher : Bengal Foundation Limited

Hariye Giyechhi song is sung by popular Bangladeshi musician Shaon Chowdhury Arnab. The song Hariye Giyechhi eito joruri khobor is written and composed by Shaon Chowdhury Arnab himself.



Hariye Giyechi ( হারিয়ে গিয়েছি ) Lyrics In Bengali :

হারিয়ে গিয়েছি
এইতো জরুরি খবর,
অবাক দুই চোখে
ছায়া কাঁপে ভয় অভিমানে।
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারাবো বলে, পা টিপে এগোতে গেলে,
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি,
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি।।

কোথাও নেই ঝুমঝুম অন্ধকার
তক্ষক ডাকা নিশুতিতে,
রূপকথা শুনে শিউরে ওঠে না গা
স্বপ্নে আমার শরীরে কেউ
ছড়ায় না শিউলি ফুল,
আলোর আকাশ নুয়ে এসে
ছোঁয় না কপাল।।

হারিয়ে যাইনি তবু
এটাই জরুরি খবর,
আকাঙ্ক্ষা আর হতাশায় হারিয়ে যাওয়ার
কোনো মানে নেই।
হারিয়ে যাইনি তবু
এটাই জরুরি খবর,
আকাঙ্ক্ষা আর হতাশায় হারিয়ে যাওয়ার
কোনো মানে নেই।

নিবিড় ঘরে আধো-আলো বিশ্বাসে
বুকের গভীরে কার যেন ডাক আসে,
নিবিড় ঘরে আধো-আলো বিশ্বাসে
বুকের গভীরে কার যেন ডাক আসে,
যদি কোনোদিন ঝরেঝরে যায় অন্ধকার
ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার,
দু'চোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ
যদি কোনোদিন অটুট বিশ্বাসে ..
যদি কোনোদিন, যদি কোনোদিন
যদি কোনোদিন, যদি কোনোদিন ..

হারিয়ে গিয়েছি
এইতো জরুরি খবর,
অবাক দুই চোখে
ছায়া কাঁপে ভয় অভিমানে।
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারাবো বলে, পা টিপে এগোতে গেলে,
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি,
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি।।

কোথাও নেই ঝুমঝুম অন্ধকার
তক্ষক ডাকা নিশুতিতে,
রূপকথা শুনে শিউরে ওঠে না গা
স্বপ্নে আমার শরীরে কেউ
ছড়ায় না শিউলি ফুল,
আলোর আকাশ নুয়ে এসে
ছোঁয় না কপাল।।

হারিয়ে যাইনি তবু
এটাই জরুরি খবর,
আকাঙ্ক্ষা আর হতাশায় হারিয়ে যাওয়ার
কোনো মানে নেই।
হারিয়ে যাইনি তবু
এটাই জরুরি খবর,
আকাঙ্ক্ষা আর হতাশায় হারিয়ে যাওয়ার
কোনো মানে নেই।

নিবিড় ঘরে আধো-আলো বিশ্বাসে
বুকের গভীরে কার যেন ডাক আসে,
নিবিড় ঘরে আধো-আলো বিশ্বাসে
বুকের গভীরে কার যেন ডাক আসে,
যদি কোনোদিন ঝরেঝরে যায় অন্ধকার
ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার,
দু'চোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ
যদি কোনোদিন অটুট বিশ্বাসে ..
যদি কোনোদিন, যদি কোনোদিন
যদি কোনোদিন, যদি কোনোদিন ..


Hariye Giyechi ( হারিয়ে গিয়েছি ) Lyrics In Bengali :

Hariye Giyechhi eito joruri khobor
Obak dui chokhe
Chaya kaape bhoy obhimane
Hariye jaowar niyom nei ekhane
Harabo bole paa tipe egote gele
Gota shohor baati jwele sotorko
Paaye paaye harabar jaayga khuje mori

Kothao nei jhumjhum ondhokar
Tokkhok daka nishutite
Rupkotha shune sheure othey na gaa
Shopne amar shorire keu
Choray na sheuli phul
Aalor akash nuye eshe
Choy na kopal

Hariye jaini tobu etai joruri khobor
Akankha aar hotashay hariye jaowar
Kono maane nei

Nibir ghore aadho aalo bishwashe
Buker gobhire kaar jeno daak ashe
Jodi konodin jhore jhore jaay ondhokar
Valobasha dhuye dey gota mukh amar
Duchokhe shopno bhore diye jaay keu
Jodi konodin atut bishwashe
Jodi konodin..

Related Q&A Of This Song

1.who is the music director of the song? Ans : Shayan Chowdhury Arnob
2.who is/are the singer/singers of the song? Ans : Shayan Chowdhury Arnob
3.who is the lyricist of the song? Ans : 
Shayan Chowdhury Arnob

Post a Comment

0 Comments