Ticker

6/recent/ticker-posts

Header Ads Wigete

Vivo V25 5G Phone Price In Bangladesh 2022 | Vivo V25 5G ফোনের দাম কত?


আপনি ফোন কিনবেন বলে ভাবছেন। তাহলে আজকের এই post-টি আপনার জন্য। আপনি একটি ফোন কিনতে চাচ্ছেন এবং আপনার পছন্দের Brand যদি হয় Vivo তাহলে এই post-টি সম্পূর্ণ পড়ুন। আশা করি post-টি আপনার ভালো লাগবে।


What is the price of Vivo V25 5G Phone? ( Vivo V25 5G ফোনের দাম কত? )


Vivo V25 5G Phone Price In Bangladesh | Vivo V25 5G ফোনের দাম কত?


Vivo V25 5G বর্তমান সময়ে বাজারের অন্যতম সেরা ফোন। এই ফোনের look, performance অসাধারণ। সেই সাথে Gaming lover-দের জন্য এটি হচ্ছে বর্তমান সময়ের সেরা ফোন।
আজকে আমি আপনাদের সাথে Vivo V25 5G ফোন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। Vivo V25 5G Phone এর দাম কত এবং এর Full Speciation সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

তো চলুন  কথা না বাড়িয়ে আমরা Vivo V25 5G Phone এর price, colors, release date, full speciation সম্পর্কে জেনে নিই।


Vivo V25 5G Phone Full Speciation

First Release Date: Vivo V25 5G Phone বাংলাদেশে প্রথম রিলিজ করে 21 September 2022.

Colors: Vivo V25 5G Phone ফোনটি elegant black, sunrise gold, surfing blue এই ৩টি কালারে পাওয়া যাচ্ছে।

Connectivity:  Vivo V25 5G Phone নেটওয়ার্ক রয়েছে 2G, 3G, 4G, 5G। সিম hybrid ডুয়েল ন্যানো সিম। ফোনটিতে আরো রয়েছে ব্লুটুথ v5.2, A2DP, LE, ইউএসবি, ওটিজি v২.০ সহ ইউএসবি টাইপ সি। তবে এতে রেডিও সুবিধা নেই।

Body: Vivo V25 5G Phone টির সামনে ও পিছনে রয়েছে গ্লাস বডি। ফোনটির ডাইমেনশন ১৫৯.২ x ৭৪.২ x ৭.৮ মিলিমিটারস। এই ফোনটি ওজনের দিক দিয়েও ব্যবহারে সাচ্ছন্দ্যময়। এর ওজন আছে মাত্র ১৮৬ গ্রাম

Display: Vivo V25 5G Phone ফোনটিতে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি + ১০৮০ x ২৪০৪ পেস্কেলের এমোলেটেড টাচস্ক্রীন রয়েছে।

Back Camera: Vivo V25 5G ফোনের পিছনে ৬৪ + ৮ + ২ মেগাপিক্সেলর ৩টি এলিডি, আল্ট্রাওয়াইড camera রয়েছে।

Front Camera: ফোনটির সামনে রয়েছে অবিশ্বাস্য ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস camera.

বি:দ্র: সামনে ও পিছনের উভয় camera দিয়েই 4k আলট্রা এইচডি video record করা যায়।

Battery: Vivo V25 5G ফোনে রয়েছে  লিথিয়াম পলিমার ৪৫০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি 44W এর ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। মাত্র এক ঘন্টায় ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে।

Performance: Vivo V25 5G ফোনটির অপারেটিং সিস্টেম আছে Android 12. ফোনটির চিপসেট হিসাবে আছে মিডিয়া টেক ডিমেনেস্টি 900. প্রোসেসর অক্টাকোর, আপ টু 2.4 GHz. জিপিইউ Mail-G68 MC4 এবং RAM 8 ও 12 GB

Storage: ফোনটির ROM আছে ১২৮ / ২৫৬ জিবি এবং মাইক্রো এসডি কার্ড সিম টু স্লটে ব্যবহার করতে পারবেন।

Others: ফোনটির অনান্য যে সকল সুবিধা রয়েছে সেগুলোর মধ্যে বড় যেটি সেটি হলো এই ফোনে ফিঙ্গার প্রিন্ট এবং ফেস আনলক দুটোই আছে। তবে একটি অসুবিধাও আছে এতে কোনো 3.5mm Jack নেই।

আমরা Vivo V25 5G ফোন সম্পর্কে মুটামুটি একটা ভালো ধারনা পেয়েছি এটা আশা করা যায়। তবে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটি সবার আগে আমাদের জানা প্রয়োজন অর্থাৎ আমরা প্রথমেই যে বাজেট নিয়ে আলোচনা করেছি সেটা কিন্তু এখনো আমারা জানিনা যে এই ফোনটির দাম কত? তো এবার Vivo V25 5G Phone এর দাম জানার চেষ্টা করবো। তো এখানে আপনাদের একটা বিষয় বলে রাখি এখানে শুধু বাংলাদেশের দামটার সাথে সাথে অনান্য দেশের price টা ও আপনাদের জানানোর চেষ্টা করবো তাহলে আপনাদের বিষয়টা আরো clear হবে।


Vivo V25 5G Phone Price In Bangladesh | Vivo V25 5G ফোনের দাম কত?


Vivo V25 5G Phone price ( Vivo V25 5G ফোনের দাম )

Vivo V25 5G Phone price in Bangladesh : ৳47,999 8/256 GB

Vivo V25 5G Phone price in India : Rs. 27,999 8/256 GB

Vivo V25 5G Phone price in Pakistan : PKR 65,517 8/256 GB

Post a Comment

0 Comments