Shokoli Tomari Iccha ( সকলি তোমারি ইচ্ছা লিরিক্স ) Shyama Song Lyrics In Bengali :
Song Name : Sokoli Tomari Ichchha ( সকলি তোমারি ইচ্ছা )
Singer : Anuradha Paudwal ( অনুরাধা পাড়োয়াল )
Composer : Shekhar Sen ( শেখর সেন )
Shokoli Tomari Iccha Song Lyrics In Bengali :
সকলি তোমারি ইচ্ছা,
ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো মা,
লোকে বলে করি আমি
সকলি তোমারি ইচ্ছা।
পঙ্কে বদ্ধ কর করি,
পঙ্গুরে লঙ্ঘাও গিরি
কারে দাও মা ব্রহ্মপদ,
কারে করো অধগামী।
কারে দাও মা ব্রহ্মপদ,
কারে করো অধগামী।
সকলি তোমারি ইচ্ছা,
ইচ্ছাময়ী তারা তুমি মা
তোমার কর্ম তুমি করো মা
লোকে বলে করি আমি
সকলি তোমারি ইচ্ছা।
আমি যন্ত্র, তুমি যন্ত্রী
আমি ঘর, তুমি ঘরনী
আমি রথ, তুমি রথী
যেমন চালাও তেমনি চলি
আমি রথ, তুমি রথী
যেমন চালাও তেমনি চলি।
সকলি তোমারি ইচ্ছা,
ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো মা
লোকে বলে করি আমি
সকলি তোমারি ইচ্ছা।
Tags: Shokoli Tomari Iccha song, Shyama Sangeet, Shokoli Tomari Iccha Lyrics, সকলি তোমারি ইচ্ছা, শ্যামা সংগীত, Anuradha Paudwal,
0 Comments