Sonali Prantore Lyrics by Nachiketa Chakraborty :
Sonali Prantore Song Is Sung by Nachiketa Chakraborty from Hothat Brishti Bengali Movie. Starring: Ferdous Ahmed And Priyanka Trivedi. Music Composed by And Sonali Prantare Lyrics In Bengali Written by Nachiketa Chakraborty.
Song Name : Sonali Prantore
Movie Name : Hothat Brishti (1998)
Vocal, Music & Lyrics : Nachiketa Chakraborty
Directed by : Basu Chatterjee
Produced by : Gramco Films & Ashirbad Chalachchitra
Label : G-Series
সোনালী প্রান্তরে লিরিক্স - নচিকেতা চক্রবর্তী :
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে
দখিনা পবনেতে অন্ধ আবেগে
থাকে না মন ঘরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে..
বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে,
বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে,
ভালোবাসা কত আশা, ছড়ানো এ বাতাসে
স্বপ্নমাখা মেঘের নকশা, ছড়ানো এ আকাশে,
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে..
আজ নতুন সাজে এলো যে বৈশাখী এ রাত
হাতে'তে যেন থাকে ও সুজন তোমারই হাত,
ও আজ নতুন সাজে এলো যে বৈশাখী এ রাত
হাতে'তে যেন থাকে ও সুজন তোমারই হাত,
উষ্ণ মরুর শুকনো বুকে, আঁকে বাতাস ছবি
দিবারাত্রি যেন কাব্য, লিখে যায় কোন সে কবি
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
দখিনা পবনেতে অন্ধ আবেগে
থাকে না মন ঘরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে।
Sonali Prantore Song Lyrics In English :
Sonali prantore, bhromorar gunjore,
Sonali prantore, bhromorar gunjore,
Dokhina pobonete ondho abege
Thake na mon ghore
Sonali prantore, bhromorar gunjore,
Sonali prantore, bhromorar gunjore,
Bare bare jeno asi phire emon deshe
Ushno balir buke surjo jethay othen hese,
Bare bare jeno asi phire emon deshe
Ushno balir buke surjo jethay othen hese,
Valobasha koto asha, chorano e batase
Shopno makha megher noksha, chorano e akashe,
Shopno jorano mon cheye thake anukhon
A kotha janay bare bare,
Sonali prantore, bhromorar gunjore,
Sonali prantore, bhromorar gunjore,
Aj notun saja alo-j boyshaki a rat
Hate-ta jno Thake O sujan tomari hat,
O Aj notun saja alo-j boyshaki a rat
Hate-ta jno Thake O sujan tomari hat,
Usno morur sukno buka, aka batas cobi
Diba-ratri jano kabbo, likha jay kon sa kobi
Shopno jorano mon cheye thake anukhon
A kotha janay bare bare,
Sonali prantore, bhromorar gunjore,
Sonali prantore, bhromorar gunjore,
Dokhina pobonete ondho abege
Thake na mon ghore
Sonali prantore, bhromorar gunjore,
Sonali prantore, bhromorar gunjore,
এছাড়া অনান্য জনপ্রিয় শিল্পী রুপঙ্কর, কুমার শানু, নচিকেতা চক্রবর্তী, অরিজিৎ সিং, বাপ্পি লাহেড়ি, শান, শ্রেয়া ঘোষাল, অনুপম রায়, শিলা জিৎ, জিৎ গাঙ্গুলি, কুমার বিশ্বজিৎ, এন্ড্রু কিশোর, জেমস সহ সকল জনপ্রিয় শিল্পীদের সুপার-ডুপার হিট গানের লিরিক্স।
আরো রয়েছে আপনার পছন্দের জনপ্রিয় Movie-র জনপ্রিয় সুপার হিট সব গানের লিরিক্স।
আরো রয়েছে হিন্দি, বাংলা, Folk, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত সহ আপনার পছন্দের সকল গানের লিরিক্স। আর এই গান গুলো এখানে Click করুন।
0 Comments