Ticker

6/recent/ticker-posts

Header Ads Wigete

শিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য

 শিক্ষা সম্পর্কিত 


শিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য


১. Education ( শিক্ষা ) শব্দটি কোন শব্দ থেকে এসেছে ? 

উঃ ল্যাটিন শব্দ Educere বা Education থেকে । 


২. পবিত্র কুরআনের শিক্ষা সম্পর্কিত প্রথম বাণী কি ? 

উঃ ‘ পড় তােমার প্রভুর নামে । 


৩. ‘ বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র ’ —উক্তিটি কার ? 

উঃ বিশ্বনবী হযরত মুহাম্মদ ( স ) -এর । 


৪. শিক্ষার কাজ কি ? 

উঃ ব্যক্তির দৃষ্টিভঙ্গির স্থায়ী পরিবর্তন আনয়ন । 


৫. শিক্ষাদানের ভিত্তি কিসের ওপর নির্ভরশীল ? 

উঃ মূলনীতির ওপর । 


৬. শিক্ষা হলাে দর্শনের গতিময় দিক । — উক্তিটি কোন দার্শনিকের ? 

উঃ স্যার জন এডামসের । 


৭. আধুনিক শিক্ষার ভিত্তি স্থাপনকারী দার্শনিক কে ? 

উঃ জ্যাক রুশাে । 


৮. শিক্ষা দর্শনের জনক কাকে বলা হয় ? 

উঃ ফ্রোয়েবেলকে । 


৯. ফ্লোয়েবেল কোন শিক্ষা দর্শনের ওপর জোর দেন ? 

উঃ বংশগতির ওপর । 


১০. 'পরিবেশের সাথে সঙ্গতি বিধানই হলাে শিক্ষা'— এটি কার সংজ্ঞা ? 

উঃ জন ডিউইর । 


১১. কোন ব্যক্তি সর্বপ্রথম বাংলাভাষায় শিক্ষা প্রতিষ্ঠান প্রবর্তন করেন ? 

উঃ উইলিয়াম কেরি । 


১২. কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক কে ? 

উঃ ফ্লোয়েবেল । 


১৩. সামাজিক অগ্রগতির পথ সুগম হয় কিসের মাধ্যমে ? 

উঃ ব্যক্তির সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে । 


১৪. ‘ বুনিয়াদী শিক্ষা ’ কোন কমিশনের সুপারিশে ছিল ? 

উঃ সার্জেন্ট কমিশনের । 


১৫. জন লকের তত্ত্ব কি ? 

উঃ অভিজ্ঞতাই যাবতীয় জ্ঞানের উৎস । 


১৬. সামাজিক বাস্তববাদের আবির্ভাব ঘটে কখন ? 

উঃ ইউরােপীয় নবজাগরণের সময় । 


১৭. ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুই বাস্তব এবং অভিজ্ঞতার জগতই প্রকৃত সত্য' এটি কোন মতবাদের কথা ? 

উঃ বাস্তববাদের । 


১৮. “ শিক্ষক হবেন ব্যক্তিত্ব গঠনে প্রধান নিয়ন্ত্রণকারী ’ উক্তিটি কোন দার্শনিক মতবাদের ? 

উঃ বাস্তববাদের । 


১৯. উইলিয়াম জেমস কোন দার্শনিক মতবাদের প্রবক্তা ? 

উঃ প্রয়ােগবাদের । 


২০. কৃষ্টি মানুষকে সামাজিক সত্তার সাথে একাত্ম করে ' — উক্তিটি কার ? 

উঃ জন ডিউইর । 


২১. কোনাে বস্তুর সত্যাসত্য নির্ভর করে তার ব্যবহারের উপর এটি কোন মতবাদের কথা ? 

উঃ প্রয়ােগবাদের ।


২২. সংবিধান ' শিক্ষার কোন ধরনের উপাদান ? 

উঃ রাজনৈতিক উপাদান । 


২৩ , ‘ পেশা ' শিক্ষার কোন ধরনের উপাদান ? 

উঃ অর্থনৈতিক উপাদান । 


২৪ , “ জনসংখ্যা শিক্ষার কোন ধরনের উপাদান ? 

উঃ সামাজিক উপাদান । 


২৫. ' আগে চাই মাতৃভাষার গাঁথুনি , তারপর ইংরেজি ভাষার গোড়াপত্তন । ' —উক্তিটি কার ? – 

উঃ ড . মুহাম্মদ শহীদুল্লাহর । 


২৬. শিক্ষায় প্রভাব বিস্তারকারী উপাদান কয়টি ? 

উঃ চারটি । 


২৭. শিশুর শিক্ষা হবে শারীরিক ও নৈতিক আদর্শের পূর্ণ বিকাশ ' — উক্তিটি কার ? 

উঃ মারিয়া মন্টেসরির । 


২৮. ' প্রকৃতির কাছ থেকে যা শিখা যায় তাই উকৃষ্ট'– এটি কোন মতবাদের কথা ? 

উঃ প্রকৃতিবাদের । 


২৯ , শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া ’ – এর অর্থ কি ? 

উঃ শিক্ষা সমাজে ঐতিহ্যের সংরক্ষক । 


৩০. ‘ শিক্ষা হলাে মিথ্যার অপনােদন ও সত্যের আবিষ্কার ' উক্তিটি কার ? 

উঃ সক্রেটিসের । 


৩১. কোন দুটি মতবাদ পরস্পরবিরােধী ? 

উঃ ভাববাদ ও জড়বাদ । 


৩২. রুশাের মতে শিশুর প্রথম শিক্ষক কে ? 

উঃ মুক্ত প্রকৃতি । 


৩৩. নেতিবাচক শিক্ষা কি ? 

উঃ সহজাত ও স্বাভাবিক আগ্রহে শেখা । 


৩৪. জন ডিউইর শিক্ষাবিষয়ক গ্রন্থের নাম কি ? 

উঃ The Child and Curriculum . 


৩৫. ব্যাপক অর্থে শিক্ষা কি ? 

উঃ ব্যক্তির স্বতঃস্ফূর্ত বিকাশ । 


৩৬. আচার - আচরণে মার্জিত রুচিবােধ সৃষ্টি করা শিক্ষার কোন ধরনের লক্ষ্য ? 

উঃ সাংস্কৃতিক লক্ষ্য । 


৩৭. আদর্শ শিক্ষকের বিশেষ গুণ কি ? 

উঃ ভালাে পড়ান এবং পড়েন । 


বাংলাদেশ প্রেক্ষাপট 


৩৮. বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক শিক্ষা চালু হয় কবে ? 

উঃ ১ জানুয়ারি ১৯৯৩ । 


৩৯. আইনের আওতায় কবে বাংলাদেশে প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় ? 

উঃ ১ জানুয়ারি ১৯৯২ ( প্রাথমিকভাবে ৬৮ টি উপজেলায় ) । 


৪০. বাংলাদেশে কোন বিভাগে শিক্ষার হার সর্বোচ্চ ? 

উঃ বরিশাল ৫৬.৮ % । ( আদমশুমারি ও গৃহগণনা ২০১১ ) 


৪১. কোন বিভাগে শিক্ষার হার সর্বনিম্ন ? 

উঃ সিলেট ৪৫.০ % । ( আদমশুমারি ও গৃহগণনা ২০১১ )  


৪২. বাংলাদেশের কোন জেলায় শিক্ষার হার সর্বাধিক ? 

উঃ ঢাকা জেলা ৭০.৫ % । ( আদমশুমারি ও গৃহগণনা ২০১১ )  


৪৩. বাংলাদেশে সর্বনিম্ন শিক্ষার হার কোন জেলায় ? 

উঃ সুনামগঞ্জ ৩৫.১ । ( আদমশুমারি ও গৃহগণনা ২০১১ ) 


৪৪. জাতীয় শিক্ষার ওপর এ পর্যন্ত কয়টি কমিশন গঠিত হয়েছে ? 

উঃ ৫ টি কমিশন ও ৩ টি শিক্ষানীতি। 


৪৫. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন বাংলাদেশ শিক্ষা কমিশন কবে গঠিত হয় ? 

উঃ ২৬ জুলাই , ১৯৭২ । 


৪৬. বাংলাদেশ শিক্ষা কমিশন কে এবং কখন উদ্বােধন করেন ? 

উঃ তঙ্কালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , ২৪ সেপ্টেম্বর ১৯৭২ । 


৪৭. জাতীয় শিক্ষা উপদেষ্টা কমিটি গঠিত হয় কবে ? 

উঃ ৫ আগস্ট ১৯৭৮। 


৪৮. জাতীয় শিক্ষা উপদেষ্টা কমিটির সভাপতি কে ছিলেন ? 

উঃ প্রথমে কাজী জাফর আহমেদ ও পরে আব্দুল বাতেন । 


৪৯. বাংলাদেশে কখন পূর্ণাঙ্গ গণশিক্ষা কার্যক্রম চালু করা হয় ? 

উঃ ১৯৮৭ সালে । 


৫০. দেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কখন ? 

উঃ ১৯৭৪ সালে । 


৫১. প্রাথমিক শিক্ষা কোন মন্ত্রণালয়ের অধীন ? 

উঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় । 


৫২. বাংলাদেশে প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত ? 

উঃ ৬-১০ + বছর । 


৫৩. বাংলাদেশে প্রাক - প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত ? 

উঃ ৩-৫ + বছর । 


৫৪. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয় ? 

উঃ ১ মার্চ ১৯৮১ । 


৫৫. বাংলাদেশে কখন থেকে শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি চালু করা হয় ? 

উঃ ১৯৯৩ সাল । 


৫৬. ব্যাংকক সম্মেলনে UNESCO কত সালের মধ্যে সবার জন্য শিক্ষা সুপারিশ অনুমােদন করে ? 

উঃ ২০০০ সাল থেকে । 


৫৭. NAPE কত সালে প্রতিষ্ঠিত হয় ? 

উঃ ১৯৭৮ সালে । 


৫৮. দেশে শিক্ষা বাের্ডের সংখ্যা কয়টি ? 

উঃ ১০ টি । 


৫৯. সর্বশেষ প্রতিষ্ঠিত শিক্ষা বোর্ড কোনটি ? 

উঃ দিনাজপুর শিক্ষা বাের্ড ( ২০০৬ ) । 


৬০. বাংলাদেশে বর্তমানে কতটি ক্যাডেট কলেজ আছ ? 

উঃ ১২ টি ( বালকদের জন্য ৯ টি এবং বালিকাদের জন্য ৩ টি ) । 


৬১. বালিকাদের ক্যাডেট কলেজ কয়টি ও কোথায় অবস্থিত ? 

উঃ ৩ টি ; ময়মনসিংহ , ফেনী ও জয়পুরহাট । 


৬২. বাংলাদেশের শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরাে কি নামে পরিচিত ? 

উঃ ব্যানবেইস ( BANBEIS - Bangladesh Bureau of Educational Information & Statistics ).

 

৬৩. ব্যানবেইস কত সালে প্রতিষ্ঠিত হয় ? 

উঃ ১৯৭৭ সালে । 


৬৪. National Academy for Educational Management ( NAEM ) কত সালে প্রতিষ্ঠিত হয় ? 

উঃ ১৯৫৯ সালে । 


৬৫. ‘ বিশ্ববিদ্যালয় কলেজ ’ কার্যক্রমের সুপারিশ করে কোন কমিশন ? 

উঃ কুদরাত - এ - খুদা শিক্ষা কমিশন । 


৬৬. এসএসসি ও দাখিল পর্যায়ে পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু করা হয় কবে ? 

উঃ ২০০১ সাল থেকে । 


৬৭. কত ধাপে গ্রেডিং পদ্ধতি চালু করা হয় ? 

উঃ ৭ ধাপে ।


৬৮. বাংলাদেশের পুরুষ ও নারী শিক্ষার হার কত ? 

উঃ পুরুষ ৬৫ % এবং নারী ৫৯.৭ % ( অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ ) । 


৬৯. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনের আওতায় ১৯৯২ সালের ১ জানুয়ারি তারিখে দেশের কতটি উপজেলায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয় ? 

উঃ ৬৮ টি উপজেলায় । 


৭০. বয়স্ক শিক্ষাকে মূলত কি শিক্ষা নামে আখ্যায়িত করা হয়েছে ? 

উঃ উপ - আনুষ্ঠানিক শিক্ষা । 


৭১. কখন থেকে সরকারিভাবে দেশে পূর্ণাঙ্গ গণশিক্ষা কার্যক্রম চালু করা হয় ? 

উঃ ১৯৮৭ সাল থেকে । 


৭২. বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম কি ? 

উঃ শিক্ষা মন্ত্রণালয় ।  


৭৩. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ভবনের নাম কি ? 

উঃ শিক্ষা ভবন । 


৭৪. বাংলাদেশে নারী শিক্ষা প্রসারে বেতন মওকুফ ও বৃত্তি প্রদান বিষয়ক ‘ ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিসটেন্ট প্রজেক্ট বাস্তবায়নে কোন সংস্থা আর্থিক সহায়তা দান করেছে ? 

উঃ বিশ্বব্যাংক ( আইডিএ ) , এশীয় উন্নয়ন ব্যাংক ও নােরাড । 


৭৫. কবে থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রদের জন্য কৃষিবিজ্ঞান বাধ্যতামূলক করা হয় ? 

উঃ ১৯৯৪ সাল থেকে । 


৭৬. দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের বেতন মওকুফ ও উপবৃত্তি প্রদানের ঘােষণা করা হয় কবে ? 

উঃ ১৮ জুন ১৯৯৪ । 


৭৭. বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কোনটি ? 

উঃ ফৌজদারহাট ক্যাডেট কলেজ । 


৭৮. বাংলাদেশে সর্বশেষ প্রতিষ্ঠিত ক্যাডেট কলেজ কোনটি ? 

উঃ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ । 


৭৯. কুমিল্লা ক্যাডেট কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ? 

উঃ ১ জুলাই ১৯৮৩ । 


৮০. বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ড স্থাপিত হয় কবে ? 

উঃ ১৯৭৮ সালে । 


৮১ স্যাটেলাইট স্কুল কি ?

উঃ ‘ সবার জন্য শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পাঠদানের জন্য প্রতিষ্ঠিত স্কুল । 


৮২. UCEP- এর পুরাে নাম কি ? 

উঃ Underprivileged Children's Educational Programmes . 


৮৩. বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত ? 

উঃ চট্টগ্রামের পতেঙ্গায় । 


৮৪. দেশের একমাত্র মেরিন একাডেমি কোথায় ? 

উঃ চট্টগ্রামের জলদিয়ায় । 


৮৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রাবাসের পরিবর্তিত নতুন নাম কি ? 

উঃ বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি স্যার পিজে হার্টস - এর নামানুসারে নামকরণ করা হয় স্যার পিজে হার্টস ছাত্রাবাস । 


৮৬. বাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম কোনটি ? 

উঃ কচুবাড়ী - কৃষ্টপুর ( ঠাকুরগাঁও জেলার সালান্দ ইউনিয়নের একটি গ্রাম ) । 


৮৭. উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রী উপবৃত্তি প্রকল্প চালু হয় কবে ? 

উঃ ১ আগস্ট ২০০২ । 


৮৮. প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প চালু করা হয় কবে ? 

উঃ ২৮ সেপ্টেম্বর ২০০২ ।



Post a Comment

0 Comments