প্রাইমারি / নিবন্ধন পরিক্ষার প্রস্তুতির জন্য আজকে আলোচনা করব ৩য় পর্ব।
১. বাক্যের তিনটি গুণ কি কি ?
(ক) আকাঙ্ক্ষা , আসক্তি ও বিধেয়
(খ) আকাঙ্ক্ষা , আসত্তি ও যােগ্যতা
(গ) যােগ্যতা , উদ্দেশ্য ও বিধেয়
(ঘ) কোনােটিই নয়
উত্তরঃ (খ) আকাঙ্ক্ষা , আসত্তি ও যােগ্যতা
২. সমাস ভাষাকে কি করে ?
(ক) সংক্ষেপ করে
(খ) বিস্তৃত করে
(গ) অর্থপূর্ণ করে
(ঘ) অর্থের রূপান্তর ঘটায়
উত্তরঃ (ক) সংক্ষেপ করে
প্রাথমিক/নিবন্ধন সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতির জন্য সকল পর্ব-সমূহ দেখতে এখানে Click করুন
৩. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ?
(ক) মৃত্যুক্ষুধা
(খ) আলেয়া
(গ) ঝিলিমিলি
(ঘ) মধুমালা
উত্তরঃ (ক) মৃত্যুক্ষুধা
৪. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়—
(ক) বিভক্তি
(খ) ধাতু
(গ) প্রত্যয়
(ঘ) কৃৎ
উত্তরঃ (খ) ধাতু
৫. কাঁচি কোন ধরনের শব্দ ?
(ক) আরবি
(খ) ফারসি
(গ) ফারসি
(ঘ) তুর্কি
উত্তরঃ (ঘ) তুর্কি
৬. কোনটি শুদ্ধ বানান ?
(ক) শকট
(খ) শকেট
(গ) সকোট
(ঘ) সকট
উত্তরঃ (ক) শকট
৭. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ ?
(ক) বাক্ + দান = বাগদান
(খ) উৎ + ছেদ = উচ্ছেদ
(গ) পর + পর = পরস্পর
(ঘ) সম + সার = সংসার
উত্তরঃ (গ) পর + পর = পরস্পর
৮. ‘ সাঁঝের মায়া ' কার লেখা ?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) বেগম রােকেয়া সাখাওয়াত হােসেন
(গ) বেগম সুফিয়া কামাল
(ঘ) সানাউল হক
উত্তরঃ (গ) বেগম সুফিয়া কামাল
৯. ‘ সবার উপরে মানুষ সত্য , তাহার উপরে নাই ।'— কে বলেছেন ?
(ক) চন্ডীদাস
(খ) বিদ্যাপতি
(গ) রামকৃষ্ণ পরমহংস
(ঘ) বিবেকানন্দ
উত্তরঃ (ক) চন্ডীদাস
১০. ‘ খগ ' শব্দটির অর্থ কি ?
(ক) ঘােড়া
(খ) বাঘ
(গ) পাখি
(ঘ) মানুষ
উত্তরঃ (গ) পাখি
১১. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের আবিষ্কর্তা ---
(ক) হরপ্রসাদ শাস্ত্রী
(খ) বড়ু চণ্ডীদাস
(গ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
(ঘ) সুকুমার সেন
উত্তরঃ (গ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
১২. ‘ বেনের মেয়ে ' উপন্যাসের রচয়িতা---
(ক) হরপ্রসাদ শাস্ত্রী
(খ) জসীমউদ্দীন
(গ) রমেশচন্দ্র দত্ত
(ঘ) শরশ্চন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ (ক) হরপ্রসাদ শাস্ত্রী
১৩. ‘ ঠকচাচা ’ চরিত্রটি কোন গ্রন্থভুক্ত ?
(ক) আনােয়ারা
(খ) আলালের ঘরের দুলাল
(গ) চাচা কাহিনী
(ঘ) নদীবক্ষে
উত্তরঃ (খ) আলালের ঘরের দুলাল
১৪. এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলে ---
(ক) শব্দ
(খ) বর্ণ
(গ) বাক্য
(ঘ) অক্ষর
উত্তরঃ (ঘ) অক্ষর
১৫. “ তণ্ডুল ' শব্দের অর্থ ---
(ক) রুটি
(খ) চাল
(গ) আটা
(ঘ) চুলা
উত্তরঃ (খ) চাল
১৬. 'নবান্ন ' নাটক লিখেছেন ---
(ক) সৈয়দ ওয়ালীউল্লাহ
(খ) অমৃতলাল বসু
(গ) নুরুল মােমেন
(ঘ) বিজন ভট্টাচার্য
উত্তরঃ (ঘ) বিজন ভট্টাচার্য
১৭. 'শুধু বিঘে দুই ছিল মাের ভুই'— এখানে ‘ ভুঁই ’ কোন কারকে কোন বিভক্তি ?
(ক) কর্মে ৭মী
(খ) করণে শূন্য
(গ) কর্মে শূন্য
(ঘ) অধিকরণে ৭মী
উত্তরঃ (গ) কর্মে শূন্য
১৮. 'সাপের খােলস ' এককথায় প্রকাশ ---
(ক) নির্মোক
(খ) কৃত্তি
(গ) অজিন
(ঘ) করভ
উত্তরঃ (ক) নির্মোক
প্রাথমিক/নিবন্ধন সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতির জন্য সকল পর্ব-সমূহ দেখতে এখানে Click করুন
১৯. বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা , আমারে দেখিতে যাইও কিন্তু উজান - তলীর গাঁ ' — পক্তিটির রচয়িতা কে ?
(ক) আবদুল কাদির
(খ) জসীমউদ্দীন
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত
(ঘ) নবীনচন্দ্র সেন
উত্তরঃ (খ) জসীমউদ্দীন
২০. ‘ অগস্ত্য যাত্রা ' বাগধারাটির অর্থ কি ?
(ক) শুরু করা
(খ) তাড়াতাড়ি শেষ করা
(গ) বিশ্বাস করা
(ঘ) শেষ বিদায়
উত্তরঃ (ঘ) শেষ বিদায়
২১. Choose the adjective form of the following words :
(ক) Excite
(খ) Exciting
(গ) Excitement
(ঘ) Excitingly
উত্তরঃ (খ) Exciting
২২. 'Back up ' means ---
(ক) stop
(খ) support
(গ) explode
(ঘ) continue
উত্তরঃ (খ) support
২৩. If the rain continues we shall have to 'call off' the game . Here call off means ---
(ক) Enjoy
(খ) Watch
(গ) Postpone or Cancel
(ঘ) Continue
উত্তরঃ (গ) Postpone or Cancel
২৪. He is not interested - cycling .
(ক) in
(খ) with
(গ) for
(ঘ) at
উত্তরঃ (ক) in
২৫. She - home yesterday .
(ক) has come
(খ) had come
(গ) have come
(ঘ) came
উত্তরঃ (ঘ) came
২৬. The antonym of the word ' Eternal ' is -
(ক) Permanent
(খ) Essential
(গ) Temporary
(ঘ) Unnecessary
উত্তরঃ (ঘ) Unnecessary
২৭. Which sentence is correct ?
(ক) I lodged a complaint .
(খ) I made a complain .
(গ) I lodged a complained .
(ঘ) Do not complaint any more .
উত্তরঃ (ক) I lodged a complaint .
২৮. Which word is in masculine gender ?
(ক) Cow
(খ) Bitch
(গ) Nun
(ঘ) Ox
উত্তরঃ (ঘ) Ox
২৯. The interrogative form of the sentence " He is a great scholar " is –
(ক) Is he a great scholar ?
(খ) Is he not a great scholar ?
(গ) Is he a big scholar ?
(ঘ) Is not he a great scholar ?
উত্তরঃ (খ) Is he not a great scholar ?
৩০. Which one is in singular number ?
(ক) Phenomena
(খ) Criterion
(গ) Oases
(ঘ) Ultimata
উত্তরঃ (খ) Criterion
৩১. What is the passive voice of " Who did this ? "
(ক) By whom was this done ?
(খ) Who has done this ?
(গ) By whom this has been done ?
(ঘ) Whom did this ?
উত্তরঃ (ক) By whom was this done ?
৩২. Aroma শব্দটির সঠিক synonym কোনটি ?
(ক) Food
(খ) Fruits
(গ) Colourless
(ঘ) Fragrance
উত্তরঃ (ঘ) Fragrance
৩৩. সঠিক বানানের শব্দ কোনটি ?
(ক) Collataral
(খ) Colatteral
(গ) Collateral
(ঘ) Colateral
উত্তরঃ (গ) Collateral
৩৪. Time and tide --- for none .
(ক) wait
(খ) waited
(গ) waiting
(ঘ) will wait
উত্তরঃ (ক) wait
৩৫. The news of his death struck us like a --- from the blue .
(ক) thunder
(খ) bolt
(গ) lightning
(ঘ) bullet
উত্তরঃ (খ) bolt
৩৬. ' Black sheep ' means---
(ক) A sheep of black colour
(খ) Big sheep
(গ)Wicked sheep
(ঘ) Costly sheep
উত্তরঃ (গ)Wicked sheep
৩৭. What is the synonym of ' adjourn ' ?
(ক) to run
(খ) to stop
(গ) to cry
(ঘ) to laugh
উত্তরঃ (খ) to stop
৩৮. Let's have a cup of tea , — ? Add a question tag to this sentence .
(ক) have we ?
(খ) haven't we ?
(গ) shall we ?
(ঘ) shan't we ?
উত্তরঃ (গ) shall we ?
৩৯. Which one is the correct statement ?
(ক) Do as I tell you
(খ) Man is mortal
(গ) Past is went
(ঘ) Does I tell you ?
উত্তরঃ (খ) Man is mortal
৪০. She said to him , " I will call you as soon as possible " . Which of the following is correct indirect form of speech ?
(ক) She told that she will call him as soon as possible
(খ) She told him she called him as soon as possible
(গ) She told him that she would call him as soon as possible
(ঘ) She told him she would call him as soon as possible
উত্তরঃ (গ) She told him that she would call him as soon as possible
৪১. ৫ , ৯ , ১ , ৪ অংকগুলাে দ্বারা ৫০০০ এর চেয়ে বড় কতগুলাে সংখ্যা তৈরি করা যায় ?
(ক) ১২টি
(খ) ৮টি
(গ) ১৮ টি
(ঘ) ১৬ টি
উত্তরঃ (ক) ১২টি
৪২. দুইটি সংখ্যার বিয়ােগফল তাদের যােগফলের ১/৩ অংশ । সংখ্যা দুইটির অনুপাত কত ?
(ক) ৩ : ১
(খ) ২ : ৩
(গ) ১ : ৪
(ঘ) ২ : ১
উত্তরঃ (ঘ) ২ : ১
৪৩. একটি স্কুলে ৪৫০ জন শিক্ষার্থী আছে এবং তার মধ্যে ১৮ % ছাত্রী । ঐ স্কুলে কতজন ছাত্রী আছে ?
(ক) ৮১ জন
(খ) ৮২ জন
(গ) ৮৩ জন
(ঘ) ৮৪ জন
উত্তরঃ (ক) ৮১ জন
৪৪. টাকায় ১০ টা দরে আম ক্রয় করে টাকায় ৮ টা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয় ?
(ক) ২৭%
(খ) ২৬%
(গ) ২৫%
(ঘ) ২৪%
উত্তরঃ (গ) ২৫%
৪৫. ৭ টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩ টি সংখ্যা যােগ করা হলাে । সংখ্যা ৩ টির গড় ২১। সমষ্টিগতভাবে ১০ টি সংখ্যার গড় কত ?
(ক) ৬১
(খ) ৩৪.৩
(গ) ৩৫
(ঘ) ৬৫
উত্তরঃ (খ) ৩৪.৩
প্রাথমিক/নিবন্ধন সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতির জন্য সকল পর্ব-সমূহ দেখতে এখানে Click করুন
৪৬. দুটি সংখ্যার গ.সা.গু , বিয়ােগফল এবং ল.সা.গু. যথাক্রমে ১২ , ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত ?
(ক) ১১২ , ১৪৮
(খ) ১০৮ , ১৪৪
(গ) ১৪৪ , ২০৪
(ঘ) ১৪৪ , ২০৮
উত্তরঃ (গ) ১৪৪ , ২০৪
৪৭. দু’ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে । ১ম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে । ২য় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারে ?
(ক) ২২ দিনে
(খ) ২০ দিনে
(গ) ২৪ দিনে
(ঘ) ২৬ দিনে
উত্তরঃ (গ) ২৪ দিনে
৪৮. ঘণ্টায় ৬০ কিমি বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৩০০ মিটার একটি দীর্ঘ প্লাটফরম অতিক্রম করতে কত সময় নেবে ?
(ক) ২৪ সেকেন্ড
(খ) ২০ সেকেন্ড
(গ) ২৪ মিনিট
(ঘ) ২০ মিনিট
উত্তরঃ (ক) ২৪ সেকেন্ড
৪৯. বিশেষ ক্রমানুযায়ী সাজানাে ১১ , ১৩ , ১৯ , ২৯ , ৪৩ , ৬১ , ... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে ?
(ক) ৭৪
(খ) ৭৭
(গ) ৭৯
(ঘ) ৮৩
উত্তরঃ (ঘ) ৮৩
৫০. গমের মূল্য ১৫ % কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায় । ১ কেজি গমের বর্তমান মূল্য কত ?
(ক) ৬ টাকা
(খ) ৭ টাকা
(গ) ৮ টাকা
(ঘ) ৯ টাকা
উত্তরঃ (ঘ) ৯ টাকা
৫১. ২৫ গ্রাম ওজনের একটি সােনার গহনায় সােনা ও তামার অনুপাত ৪ : ১। গহনাটিতে আর কতটুকু সােনা মেশালে এতে সােনা ও তামার অনুপাত ৫ : ১ হবে ?
(ক) ৫ গ্রাম
(খ) ৬ গ্রাম
(গ) ১০ গ্রাম
(ঘ) ২০ গ্রাম
উত্তরঃ (ক) ৫ গ্রাম
৫২. দু'টি কোণের একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দু’টি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হলে কোণ দু'টিকে বলে—
(ক) সন্নিহিত কোণ
(খ) বিপ্রতীপ কোণ
(গ) পূরক কোণ
(ঘ) সম্পূরক কোণ
উত্তরঃ (ক) সন্নিহিত কোণ
৫৩. 3√3√a3 -এর মান হবে—
(ক) a
(খ) a3
(গ) a1/3
(ঘ) 1
উত্তরঃ (গ) a1/3
৫৪. a3 - 21a - 20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি ?
(ক) ( a + 2 )
(খ) ( a - 2 )
(গ) ( a + 1 )
(ঘ) ( a - 1 )
উত্তরঃ (গ) (a + 1)
৫৫. x2 + y2 = ৪ এবং xy = 7 হলে ( x + y )2 – এর মান কত ?
(ক) 14
(খ) 16
(গ) 22
(ঘ) 30
উত্তরঃ (গ) 22
৫৬. কোনাে ত্রিভুজের তিন কোণের দ্বিখণ্ডকগুলাে যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে ?
(ক) ভরকেন্দ্র
(খ) অন্তঃকেন্দ্র
(গ) ব্যাসার্ধ
(ঘ) স্পর্শক
উত্তরঃ (খ) অন্তঃকেন্দ্র
৫৭. সমাধান করুন : X/5 - 2/7 = 5x/7 - 4/5
(ক) 0
(খ) 1
(গ) 2
(ঘ) 3
উত্তরঃ (খ) 1
৫৮. 4a2 + 11a + 6 = 0 হলে a = ?
(ক) -2
(খ) -0.75
(গ) 2
(ঘ) (ক) এবং (খ) উভয়ই
উত্তরঃ (ঘ) (ক) এবং (খ) উভয়ই
৫৯. √1 + √1 এর বর্গ কত ?
(ক) √2
(খ) 4
(গ) √3
(ঘ) 2√1
উত্তরঃ (খ) 4
৬০. Log10x = 2 হলে , x এর মান কত ?
(ক) 1
(খ) 10
(গ) 100
(ঘ) 0
উত্তরঃ (গ) 100
৬১. বলধা গার্ডেন অবস্থিত কোথায় ?
(ক) গাজীপুর
(খ) খুলনা
(গ) ঢাকা
(ঘ) নারায়ণগঞ্জ
উত্তরঃ (গ) ঢাকা
৬২. বুড়িমারি স্থলবন্দর কোথায় ?
(ক) রংপুর
(খ) লালমনিরহাট
(গ) পঞ্চগড়
(ঘ) সুনামগঞ্জ
উত্তরঃ (খ) লালমনিরহাট
৬৩. বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী ?
(ক) বঙ্গভবন
(খ) রাষ্ট্রপতি ভবন
(গ) গণভবন
(ঘ) উত্তরা গণভবন
উত্তরঃ (ক) বঙ্গভবন
৬৪. কোন দেশ দুটি মহাদেশের অন্তর্ভুক্ত ?
(ক) মিশর
(খ) তুরস্ক
(গ) হন্ডুরাস
(ঘ) আলজেরিয়া
উত্তরঃ (খ) তুরস্ক
৬৫. নিচের কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয় ?
(ক) পাকিস্তান
(খ) জার্মানি
(গ) যুক্তরাজ্য
(ঘ) চীন
উত্তরঃ (খ) জার্মানি
৬৬. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় ?
(ক) পেট্রোলিয়াম
(খ) কয়লা
(গ) প্রাকৃতিক গ্যাস
(ঘ) বায়ােগ্যাস
উত্তরঃ (ঘ) বায়ােগ্যাস
৬৭. মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে কতটি আন্তঃনদী রয়েছে ?
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪ টি
উত্তরঃ (গ) ৩টি
৬৮. এক গিগাবাইট ( Gigabyte ) = ?
(ক)১০৬ বাইট
(খ)১০৯ বাইট
(গ) ১০১২ বাইট
(ঘ) ১০১৫ বাইট
উত্তরঃ (খ)১০৯ বাইট
৬৯. জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন ?
(ক) রাষ্ট্রপতি
(খ) চীফ হুইপ
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) স্পীকার
উত্তরঃ ক) রাষ্ট্রপতি
৭০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে ' জাতির জনক ' ঘােষণা করা হয় ?
(ক) ৭ মার্চ ১৯৭১
(খ) ১৬ ডিসেম্বর ১৯৭১
(গ) ২৬ মার্চ ১৯৭১
(ঘ) ৩ মার্চ ১৯৭১
উত্তরঃ (ঘ) ৩ মার্চ ১৯৭১
৭১. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয় ?
(ক) ১১টি
(খ) ১০টি
(গ) ৯টি
(ঘ) ৭টি
উত্তরঃ (ক) ১১টি
৭২. রক্তশূন্যতা দেখা দেয় কোনটির অভাবে ?
(ক) আয়রন
(খ) ভিটামিন-এ
(গ) ক্যালসিয়াম
(ঘ) আয়োডিন
উত্তরঃ (ক) আয়রন
৭৩. বাংলার রাজধানী হিসেবে সােনারগাঁও - এর পত্তন করেন কে ?
(ক) সম্রাট আকবর
(খ) ঈশা খাঁ
(গ) সুবেদার ইসলাম খান
(ঘ) শাহাজাদা আজম
উত্তরঃ (খ) ঈশা খাঁ
৭৪. টেলিফোনের আবিষ্কারক কে ?
(ক) মাইকেল ফ্যারাডে
(খ) আলেকজান্ডার গ্রাহাম বেল
(গ) চার্লস ডারউইন
(ঘ) ফ্রেডারিক এংগেলস্
উত্তরঃ (খ) আলেকজান্ডার গ্রাহাম বেল
৭৫. কোন রােগে ইনসুলিন ব্যবহৃত হয় ?
(ক) ডায়াবেটিস
(খ) কলেরা
(গ) হাম
(ঘ) ম্যালেরিয়া
উত্তরঃ (ক) ডায়াবেটিস
৭৬. সতীদাহ প্রথা কে বিলােপ করেন ?
(ক) লর্ড বেন্টিংক
(খ) বিদ্যাসাগর
(গ) রামমােহন রায়
(ঘ) হান্টার
উত্তরঃ (ক) লর্ড বেন্টিংক
৭৭. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?
(ক) মঈনুল হােসেন
(খ) জয়নুল আবেদীন
(গ) হামিদুর রহমান
(ঘ) এস এম সুলতান
উত্তরঃ (ক) মঈনুল হােসেন
৭৮. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
(ক) ফ্রান্সের প্যারিস নগরীতে
(খ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে
(গ) যুক্তরাজ্যের লন্ডন শহরে
(ঘ) সুইজারল্যান্ডের জেনেভাতে
উত্তরঃ (খ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে
৭৯. পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি ?
(ক) বুধ
(খ) শুক্র
(গ) শনি
(ঘ) মঙ্গল
উত্তরঃ (খ) শুক্র
৮০. বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য ?
(ক) ASEAN
(খ) APEC
(গ) IME
(ঘ) কোনােটিরই নয়
উত্তরঃ (ঘ) কোনােটিরই নয়
0 Comments