বাগধারা ৩য় পর্ব
- গুরুত্বপূর্ণ বাগধারা সমূহ এর ১ম পর্ব দেখতে Click করুন এখানে।
- গুরুত্বপূর্ণ বাগধারা সমূহ এর ২য় পর্ব দেখতে Click করুন এখানে।
৫২। চোখের বালি ( চক্ষুশূল ) – সতীনের মেয়েটি নতুন বৌয়ের যেন চোখের বালি , একেবারে দেখতে পারে না ওকে ।
৫৩। ঝাঁকের কই ( এক দলের লােক ) — মাওলানা ইয়াহিয়া বৃথাই হতভাগ্যদের জন্য অর্থব্যয় করেছেন , দুদিন বাদেই দেখা যাবে যে ঝাঁকের কই ঝাঁকেই ফিরছে ।
৫৪। ঝিকে মেরে বৌকে শিখান ( আভাসে শিক্ষা ) - ভদ্রলােক ঝিকে মেরে তার আধুনিকা বৌকে শেখাতে চেষ্টা করলেন ।
৫৫। ঠোঁটকাটা ( স্পষ্ট বক্তা ) – আচ্ছা ঠোঁটকাটা লােক তাে তুমি , তার মুখের ওপর অতগুলাে কথা বললে ।
৫৬। ডুবে ডুবে পানি খাওয়া ( গােপনে কুকাজ করা ) – বাইরে সে বেশ ভালাে কিন্তু ডুবে ডুবে পানি খায় ।
৫৭। ঢাক ঢাক গুড় গুড় ( কপটতা ) – কোর্টে সাক্ষ্য দেবাে তাে ঢাক ঢাক গুড় গুড় করতে পারবাে না , সত্য কথা বলব ।
৫৮। ঢাকের কাঠি ( তােষামুদে ) – কেরানি সাহেব বড় সাহেবের ঢাকের কাঠি , যা বলবে সে তাই শুনবে ।
৫৯। তাসের ঘর ( ক্ষণস্থায়ী ) — এ সংসার তাসের ঘর , কি নিয়ে আমরা এখানে বড়াই করি ।
৬০। তেলে বেগুনে জ্বলে উঠা ( ক্রুদ্ধ হওয়া ) – ছাত্রের ঔদ্ধত্যপূর্ণ উত্তর শুনে শিক্ষক তেলে বেগুনে জ্বলে উঠলেন ।
৬১। তালপাতার সেপাই ( কৃশকায় ) — এই নাকি স্বাস্থ্য , যুদ্ধে যেতে চায় এ তাে তালপাতার সেপাই ।
৬২। তামার বিষ ( অর্থের কুপ্রভাব ) - মানুষকে মানুষ বলে গ্রাহ্য কর না , তােমাকে তামার বিষে পেয়েছে বুঝি ?
৬৩। তুলসী বনের বাঘ ( ভণ্ড ) – লােকটা মুখে বক্তৃতাও দেয় , মসজিদে নামাজও পড়ে , কিন্তু আসলে তুলসী বনের বাঘ ।
৬৪। দুধ - কলা দিয়ে সাপ পােষা ( যত্ন করে শত্রু পােষা ) – টের পাইনি , দুধ কলা দিয়ে সাপ পুষেছিলাম , সুযােগ পেয়ে পালিয়ে গেল ।
৬৫। দহরম মহরম ( মাখামাখি বন্ধুত্ব ) – দুজনের মধ্যে খুব দহরম মহরম দেখছি , বন্ধুত্ব টিকলে হয় ।
৬৬। দা - কুমড়া সম্বন্ধ ( শত্রুভাব ) —বাপ - বেটার দা - কুমড়া সম্বন্ধ ! বল কি হে ?
৬৭। ধরি মাছ না ছুঁই পানি ( কৌশলে কার্যসিদ্ধি ) – ধরি মাছ না ছুঁই পানি গােছের কাজ হেডমাস্টার সাহেবের অপছন্দ , কেননা খাটি মানুষ তিনি ।
৬৮। ধামাধরা ( তােষামােদ করা ) — অপরের ধামা ধরে যাদের দুমুঠো অন্নের সংস্থান করতে হয় , তাদের জীবনের আর কি মূল্য ?
৬৯। নিমরাজি ( প্রায় রাজি ) – প্রসঙ্গটা হলো বিবাহের , এখানে নিমরাজি হওয়ার অবকাশ আছে কি ?
৭০। ননীর পুতুল ( শ্রমবিমুখ , কোমল দেহ ) – আহা , রােদের আঁচ সয় না , যেন ননীর পুতুল ।
৭১। নজর কাড়া ( দৃষ্টি আকর্ষণ করা ) — অল্পদিনের মধ্যেই ছেলেটির খেলা সূকলের নজর কেড়েছে ।
৭২। নেই - আঁকড়া ( নাছােড়বান্দা ) - তার মতাে নেই - আঁকড়া লােকের সঙ্গে তর্ক করতে যাওয়াই ঝকমারি ।
৭৩। পটল তােলা ( ফেল করা বা মারা যাওয়া ) - এভাবে মূলধন অপচয় করলে শীঘ্রই ব্যবসায়ে পটল তুলতে হবে ।
৭৪। পুঁটি মাছের প্রাণ ( ক্ষীণ প্রাণ ) — প্রজা জমিদারকে বললাে , আমাদের পুঁটি মাছের প্রাণ , আমাদের মারবেন না ।
৭৫। পথের কাঁটা ( গমনে বাধা ) — আমার বিদেশ গমনে আমার পিতাই একমাত্র পথের কাঁটা ।
৭৬। বসন্তের কোকিল ( সুসময়ের বন্ধু ) - সুসময়ে বসন্তের কোকিলরা চারদিকে এসে কূজন করতে থাকে ।
৭৭। বিড়াল তপস্বী ( কপট সাধু ) - সারা জীবন করলে ভণ্ডামি , বুড়োকালে দেখাচ্ছ সাধুগিরি , বিড়াল তপস্বী নয় তাে কি !
৭৮। বালির বাঁধ ( অল্পতেই যা নষ্ট হয় ) — আমরা এত সব চেষ্টা করলাম , কিন্তু সবই যেন বালির বাঁধের মতাে নষ্ট হলাে ।
0 Comments