Ticker

6/recent/ticker-posts

Header Ads Wigete

গুরুত্বপূর্ণ বাগধারা সমূহ। সকল চাকরির পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ( ২য় পর্ব )

বাগধারা ২য় পর্ব

গুরুত্বপূর্ণ বাগধারা সমূহ। সকল চাকরির পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ( ২য় পর্ব )


আজ আমরা বাগধারার ২য় পর্ব নিয়ে এসেছি।

তো আপনারা 


 


২৭। উপরােধে ঢেঁকি গেলা ( অনুরােধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা ) —লােকে উপরােধে ঢেঁকি গেলে , আর তুমি আমার সামান্য অনুরােধটি রাখবে না ? 


২৮। উচ্ছন্নে যাওয়া ( অধঃপাতে যাওয়া / চরিত্রের অবনতি হওয়া ) — কুসংসর্গে পড়ে ছেলেটা ধীরে ধীরে উচ্ছন্নে যাচ্ছে । 


২৯। ঊনপঞ্চাশ বায়ু ( পাগলামি ) পরীক্ষা পরীক্ষা করতে করতে তার উনপঞ্চাশ বায়ু প্রবল হয়েছে , পরীক্ষা শেষ হলেই বাঁচি । 


৩০। ঊনপাঁজুরে ( মন্দভাগ্য ) — ঊনপাঁজুরে মেয়ের কোনাে আশা নেই । 


৩১। এক হাত লওয়া ( প্রতিশােধ ) – বড় সাহেবের পেছনে আর লাগবে ? কেমন সে এক হাত নিয়েছে । 


৩২। একচোখা ( পক্ষপাত ) সেলিম চৌধুরীর মতাে এক একচোখা মানুষ আমি আর দেখিনি । নিজের ছেলেদের কোনাে দোষ তার চোখে পড়ে না , যত দোষ সব ভাইয়ের ছেলেদের । 


৩৩। এক ঢিলে দুই পাখি মারা ( এক প্রচেষ্টায় উভয় উদ্দেশ্য সাধন করা ) - চল , মেলা দেখব , কেনাকাটাও করব — এক ঢিলে দুই পাখি মারা যাবে । 


৩৪। এক ক্ষুরে মাথা মুড়ান ( একই অবস্থা বা স্বভাববিশিষ্ট ) – যেমন বড় ভাই তেমনি ছােট ভাই , উভয়ে এক ক্ষুরে মাথা মুড়ান , টাকার জন্য এরা করতে পারে এমন কাজ জগতে নেই । 


৩৫। এসপার ওসপার ( মীমাংসা ) — আর চিন্তা করাে না , হয় কাজে যােগদান কর না হয় ছাড় , এসপার ওসপার করে ফেল । 


৩৬। ওজন বুঝে চলা ( আত্মমর্যাদা ) — ইদানীং দিনকাল খারাপ , ওজন বুঝে চল , নইলে অপমানিত হবে । 


৩৭। ওষুধ করা ( জাদু করা ) – নিশ্চয় কেউ তাকে ওষুধ করেছে । নইলে তার মুখে রা নেই কেন ? 


৩৮। ওষুধ ধরা ( আকাঙিক্ষত ফল লাভ ) বড় বাবুর তিরস্কারে আবুল পড়াশুনায় মন দিয়েছে । ওষুধ ধরেছে নিশ্চয় । 


৩৯। কলুর বলদ ( নির্বিকারে পরিশ্রম করা ) — সে না বুঝে - সুজে কেবল কলুর বলদের মতাে খেটে মরে । 


৪০। কল্কে পাওয়া ( পাত্তা পাওয়া ) — কেমন ভাই নতুন জামাই , বিয়ে করতে যাবার সময় আমাদের নাকি নিয়ে যাবে , এখন দেখছি তােমার কল্কে পাওয়াই ভার হলাে । 


৪১। কাকভুষণ্ডী ( দীর্ঘজীবী ) – আমার দাদা প্রায় ১২০ বছর বেঁচে কাকভুষণ্ডী হয়েছিলেন । 


৪২। কেতাদুরস্ত ( পরিপাটি ) – ওহে বাপু শুধু কেতাদুরস্ত হলেই চলবে না , কিছু বিদ্যাও থাকতে হবে । 


৪৩। কেঁচো খুঁড়তে সাপ ( তুচ্ছ বিষয় থেকে গুরুতর বিষয়ের উদ্ভব ) – বাতেনের চুরির সামান্য ব্যাপারটা সন্ধান করতে গিয়ে পুলিশ বিমল তালুকদারের সক্রিয়তা বুঝতে পারলাে — এ যেন কেঁচো খুঁড়তে সাপ বের হলাে । 


৪৪। কান ভারী করা ( কুপরামর্শ দান ) – মাতৃহীন কন্যার বিরুদ্ধে বিমাতা স্বামীর কান ভারী করল । 


৪৫। কাঁঠালের আমসত্ত্ব ( অসম্ভব বস্তু ) – তােমার সেদিনকার আষাঢ়ে গল্পটা কাঁঠালের আমসত্ত্বের মতােই আমাদের কাছে উপভােগ্য হয়েছিল । 


৪৬। কুম্ভীরাশ্রু ( লােকদেখানাে কান্না / নকল সমবেদনা / কপট অশ্রু ) - তার কুম্ভীরাশ্রু দেখে কেউ ভুলবে না । 


৪৭। গাছে না উঠতেই এক কাঁদি ( কাজ না করে ফল চাওয়া ) — কাজ না করেই টাকা চাও এ যে দেখছি গাছে না উঠতেই এক কাঁদি । 


৪৮। গড্ডলিকা প্রবাহ ( অন্ধ অনুকরণ ) — গড্ডলিকা প্রবাহে ভেসে চললে জীবনে উন্নতির কোনাে আশা নেই । 


৪৯। গােবরে পদ্মফুল ( নীচকুলে মহৎ ব্যক্তি ) —কৃষকের ঘরে এমন দয়ালু ও শিক্ষিত ছেলে — এ যে দেখছি গােবরে পদ্মফুল । 


৫০। গাঁয়ে মানে না আপনি মােড়ল ( গ্রামবাসী না মানলেও নিজেই নিজেকে কর্তা বলে জাহির করা ) – তুমি বাপু ফপর দালালী করছ কেন , গাঁয়ে মানে না আপনি মােড়ল হয়ে বসেছ দেখছি । 


৫১। ঘােড়ার ডিম ( অলীক পদার্থ ) - লােকটা যেমন হাড় কিপটে , তার কাছে যাচ্ছ টাকা ধার করতে , ঘােড়ার ডিম পাবে ।



Post a Comment

0 Comments