Ticker

6/recent/ticker-posts

Header Ads Wigete

ভাইভা পরিক্ষায় সফল হওয়ার উপায় ( ১ম পর্ব )

 ভাইভা নমুনা পরিক্ষা-০১


ভাইভা পরিক্ষায় সফল হওয়ার উপায় ( ১ম পর্ব  )


প্রার্থী  : আসসালামু আলাইকুম । আসতে পারি স্যার ? 

বাের্ড চেয়ারম্যান : ওয়াআলাইকুমুস সালাম । আসুন । 

প্রার্থী : ধন্যবাদ , স্যার । 

বাের্ড চেয়ারম্যান : বসুন , আপনার নাম কি ? প্রার্থী : মাহমুদ উল্লাহ । 

পরীক্ষক -১ : আপনি কোন বিষয় নিয়ে পড়ালেখা করেছেন ? 

প্রার্থী : আমি ইতিহাসে এমএ ডিগ্রি অর্জন করেছি । 

পরীক্ষক -১ : বলুন তাে , সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ? 

প্রার্থী : সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদের তীরে অবস্থিত হরপ্পা ও মহেঞ্জোদারাে নগরীকে কেন্দ্র করে । এটি বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত ।



পরীক্ষক -১ : বার ভূঁইয়া কারা ছিলেন ? তাদের নেতা কে ? 


প্রার্থী : বাংলার বড় জমিদাররা মুঘলদের অধীনতা স্বীকার করেননি । তারা স্বাধীনভাবে নিজ নিজ জমিদারি পরিচালনা করতেন । বাংলার ইতিহাসে এ জমিদারগণ বার ভূঁইয়া নামে পরিচিত । বার ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ঈসা খাঁ । তিনি সােনারগাঁওয়ে তার রাজধানী স্থাপন করেন । 


পরীক্ষক -১ : অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন ? 


প্রার্থী : অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হােসেন শহীদ সােহরাওয়ার্দী। 


পরীক্ষক -১ : ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন ?


প্রার্থী : ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন নূরুল আমীন । 


পরীক্ষক -২ : কে , কত সালে এবং কোথায় ছয় দফা পেশ করেন ? 


প্রার্থী : ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহােরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিরােধী দলগুলাের কনভেনশনের বিষয় নির্বাচনী কমিটিতে ছয় দফা পেশ করেন । 


পরীক্ষক -২ : ঐতিহাসিক ছয় দফায় কি প্রাধান্য পায় ? 


প্রার্থী : জনগণের আশা - আকাঙ্ক্ষা আর পূর্ব পাকিস্তানের মহামুক্তির সনদে পূর্ণ প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি ।


পরীক্ষক -২ : আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়।


প্রার্থী : ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ । 


পরীক্ষক -২ : কবে , কোথায় আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার কাজ শুরু হয় ?


প্রার্থী : ১৯ জুন ১৯৬৮ , কুর্মিটোলা সেনানিবাসে । 


পরীক্ষক -২ : বঙ্গবন্ধু কোথায় ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন ? 


প্রার্থী : রেসকোর্স ময়দানে ( বর্তমান সােহরাওয়ার্দী উদ্যান ) । 


পরীক্ষক -৩ : মুক্তিযুদ্ধকালীন তাকে কোথায় বন্দি করে রাখা হয়েছিল ? 


প্রার্থী : পাকিস্তানের করাচি শহরের মিয়াওয়ালি কারাগারে । 


পরীক্ষক -৩ : বঙ্গবন্ধু শেখ মুজিব কত তারিখ পাকিস্তান কারাগার থেকে মুক্তি পান ? 


প্রার্থী : ১৯৭২ সালের ৮ জানুয়ারি । 


পরীক্ষক -৩ : কোন দেশ , কখন প্রথম বাংলাদেশকে স্বীকৃতিদান করে ?


প্রার্থী : ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতিদান করে ।


পরীক্ষক -৩ : স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম ও বীর বিক্রম উপাধি লাভ করেন কতজন ?


প্রার্থী : যথাক্রমে ৬৮ ও ১৭৫ জন । 


পরীক্ষক -৩ : বলুন তাে , বাংলাদেশের ওপর দিয়ে যে ভৌগােলিক রেখা অতিক্রম করেছে তার নাম কি ? 


প্রার্থী : কর্কটক্রান্তি রেখা । 


পরীক্ষক -২ : প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত ? 


প্রার্থী : ৬-১০ + বছর । 


পরীক্ষক -২ : সরকার কবে প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষা উপবৃত্তি চালু করে ? 


প্রার্থী : ২৮ সেপ্টেম্বর ২০০২ । 


পরীক্ষক -২ : এ কর্মসূচির আওতায় একজন শিক্ষার্থী মাসে কত টাকা পায় ? এবং একই পরিবারের একাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে গেলে কত পায় ? 


প্রার্থী : একজন শিক্ষার্থী পায় , ১০০ টাকা এবং একই পরিবারের একাধিক শিক্ষার্থী থাকলে ১২৫ টাকা পায় । 


পরীক্ষক -২ : NAPE- এর পূর্ণরূপ কি ? প্রার্থী : National Academy for Primary Education . 


বাের্ড চেয়ারম্যান : আপনাকে ধন্যবাদ , আপনি আসুন । 


প্রার্থী : আপনাদের সকলকে ধন্যবাদ , স্যার । আসসালামু আলাইকুম ।


Post a Comment

0 Comments