Ticker

6/recent/ticker-posts

Header Ads Wigete

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ( এক নজরে বাংলাদেশ )

 এক নজরে বাংলাদেশ 


প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ( এক নজরে বাংলাদেশ )


রাষ্ট্র ও জাতীয় বিষয় :-


# সাংবিধানিক নাম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। 


# ইংরেজি নাম : The People's Republic of Bangladesh 


# রাজধানী : ঢাকা । 


# বাণিজ্যিক রাজধানী : চট্টগ্রাম । 


# জাতীয় সঙ্গীত : আমার সােনার বাংলা । 


# জাতীয় প্রতীক : দুপাশে ধানের শীষবেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা । তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা । 


# রাষ্ট্রভাষা : বাংলা ( ইংরেজি অন্যতম ভাষা ) ।

 

# জাতি : বাঙালি । 


# জাতীয়তা বা নাগরিকত্ব : বাংলাদেশি । 


# রাষ্ট্রধর্ম : ইসলাম । 


আয়তন ও সীমানা :-


# আয়তন : ১,৪৭,৫৭০ বর্গ কিমি ৫৬,৯৭৭ বর্গমাইল । 


# মােট সীমানা : ৫,১৩৮ কিমি 


# স্থলসীমা : ৪,৪২৭ কিমি । 


# জলসীমা : ৭১১ কিমি । 


# সীমা : উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ , আসাম ও মেঘালয় ; পূর্বে ভারতের আসাম , ত্রিপুরা , মিজোরাম ও মিয়ানমার ; পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর । 


# সীমান্তবর্তী দেশ : ২ টি ( ভারত ও মিয়ানমার ) । 


# সীমান্তরক্ষা বাহিনী : বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )। 


# ভারতের সীমান্ত বাহিনী : বর্ডার সিকিউরিটি ফোর্স ( বিএসএফ ) । 


# মিয়ানমারের সীমান্ত বাহিনী : বর্ডার গার্ড পুলিশ ( বিজিপি ) । 


# ভারতের সাথে সীমান্ত : ৪,১৫৬ কিমি । [ সূত্র : বর্ডার গার্ড বাংলাদেশ ] । 


# মিয়ানমারের সাথে সীমান্ত : ২৭১ কিমি । [ সূত্র : বর্ডার গার্ড বাংলাদেশ ]।


# আঞ্চলিক সমুদ্রসীমা : ১২ নটিক্যাল মাইল । [ ১ নটিক্যাল মাইল = ১.১৫ মাইল বা ১.৮৫২ কিমি ]। 


# সন্নিহিত এলাকা : ১৮ নটিক্যাল মাইল । 


# অর্থনৈতিক সমুদ্রসীমা : ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কিমি । 


ভূ - প্রকৃতি ও জলবায়ু :-


# ভৌগােলিক অবস্থান : ২০°৩৪' থেকে ২৬°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১' থেকে ৯২°৪১' পূর্ব দ্রাঘিমাংশে । 

# ঋতু : ৬ টি ( গ্রীষ্ম , বর্ষা , শরৎ , হেমন্ত , শীত ও বসন্ত ) । 


# ভূ - প্রকৃতি : পলি গঠিত সমতল ভূমি । ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে তিনভাগে ভাগ করা হয়েছে । যথা : ১ . টারশিয়ারী যুগের পাহাড়ি অঞ্চল , ২. প্লাইস্টোসিন যুগের সােপান অঞ্চল এবং ৩ , সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি । 


# জলবায়ু : বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী ধরনের । 


গড় তাপমাত্রা :-


ক . শীতকালীন তাপমাত্রা [ নভেম্বর - ফেব্রুয়ারি ] সর্বোচ্চ : ২৯ °সে . এবং সর্বনিম্ন : ১১° সে .। 


খ . গ্রীষ্মকালীন তাপমাত্রা [ এপ্রিল - সেপ্টেম্বর ] সর্বোচ্চ : ৩৪ ° সে , এবং সর্বনিম্ন : ২১ ° সে .।  


# বৃষ্টিপাত অঞ্চল : সর্বোচ্চ » সিলেটের লালাখাল এবং সর্বনিম্ন » নাটোরের লালপুর । 


# গড় বৃষ্টিপাত : ২০৩ সেন্টিমিটার । 


# স্থানীয় সময় : গ্রিনিচ মান সময় + ৬ ঘণ্টা । 


# অভিন্ন নদী : ৫৭ টি ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪ টি এবং মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে ৩ টি [ সূত্র : বাংলাদেশ যৌথ নদী কমিশন ]৫৮ টি — ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৫ টি এবং মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে ৩ টি । [ সূত্র : বাংলাপিডিয়া ]


# বনাঞ্চলের আয়তন : ২১,৬৫৭ বর্গকিমি [ সূত্র : ভূগােল ও পরিবেশ , নবম দশম শ্রেণি ] ২৫,৮৭,০০০ হেক্টর ( ১৭.৬২ % ) । [ সূত্র : বন অধিদপ্তর ]। 


# পর্যটন : বাংলাদেশে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ( কক্সবাজার ) , বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন , সেন্টমার্টিন , কুয়াকাটা , হিরন পয়েন্ট , জাফলং প্রভৃতি । 


জনসংখ্যা :-


# বিশ্ব জনসংখ্যায় বাংলাদেশ : অষ্টম । 


# মােট জনসংখ্যা : ১৫ কোটি ৯৯ লাখ [ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ ] ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন [ পঞ্চম আদমশুমারি ২০১১] এবং ১৬ কোটি ১০ লাখ [ UNFPA 2015 ] ।  


# জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩৭ % [ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ ও আদমশুমারি ২০১১] ও ১.২% [ UNFPA 2015 ] । 


# জনসংখ্যার ঘনত্ব : ( প্রতিবর্গ কিমি ) ১,০৬৩ জন [ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ ] ও ১,০১৫ জন [ আদমতমারি ২০১১ ] । 


# নারী ও পুরুষের অনুপাত : ১০০ : ১০০.৫ [ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ ] ও ১০০ : ১০০.৩ [ আদমশুমারি ২০১১ ]। 


# গড় আয়ু : ৭০.৭ বছর [ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ ] । 


# ধর্মভিত্তিক জনসংখ্যা : ইসলাম ৯০.৩৯ % , হিন্দু ৮.৫৪ % , বৌদ্ধ ০.৬২ % , খ্রিষ্টান ০.৩১ % ও অন্যান্য ০.১৪ % [ পঞ্চম আদমশুমারি ২০১১ ]। 


ক্ষুদ্র নৃ - গােষ্ঠী বা উপজাতি :-


# ক্ষুদ্র নৃ - গােষ্ঠী : ৪৫ টি । 


# মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃ - গােষ্ঠী : ২ টি ( গারাে ও খাসিয়া ) । 


# একমাত্র মুসলিম ক্ষুদ্র নৃ - গােষ্ঠী : পাওন । 


# বৃহত্তম ক্ষুদ্র নৃ - গােষ্ঠী : চাকমা । 


# ক্ষুদ্র নৃ - গােষ্ঠী জনসংখ্যা ( অনুমিত ) : ১৫ লক্ষ ৮৬ হাজার ১৪১ জন [ পঞ্চম আদমশুমারি ২০১১ ] । 


# প্রধান ক্ষুদ্র নৃ - গােষ্ঠী : চাকমা , মারমা , মুরং , গারাে , লুসাই , পাংখােই , টিপরা , সাঁওতাল , খাসিয়া , মণিপুরী , মগ , কুকি ইত্যাদি । 


স্বাধীনতা যুদ্ধ ও অভ্যুদয় :-


# স্বাধীনতা ঘােষণা : ২৬ মার্চ ১৯৭১ । 


# স্বাধীনতার ঘােষণাপত্র জারি : ১০ এপ্রিল ১৯৭১ 


# ঘোষণাপত্র পাঠ করেন : অধ্যাপক এম ইউসূফ আলী । 


# মুক্তিবাহিনী ৰা সশস্ত্রবাহিনীর প্রধান : জেনারেল এমএজি ( মােহম্মদ আতাউল গণি ) ওসমান । 


# মুক্তিযুদ্ধে সেক্টর : ১১ টি । 


# খেতাবপ্রাপ্ত মুক্তিযােদ্ধা : ৬৭৬ জন । 


# মহিলা বীরপ্রতীক : ২ জন । 


# বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ : ভারত ( ৬ ডিসেম্বর ১৯৭১ ) । 


# স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ : ইরাক । 


# প্রথম সশস্ত্র প্রতিরােধকারী : ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ।

 

# স্বাধীনতা ও জাতীয় দিবস : ২৬ মার্চ । 


# বিজয় দিবস : ১৬ ডিসেম্বর । 


প্রথম সরকার :-


# অন্য যে নামে পরিচিত : মুজিবনগর বা অস্থায়ী সরকার । 


# গঠন : ১০ এপ্রিল ১৯৭১ । 


# শপগ্রহণ : ১৭ এপ্রিল ১৯৭১ । 


# শপথবাক্য পাঠ করান : অধ্যাপক এম ইউসুফ আলী । 


# শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন : আব্দুল মান্নান । 


# রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।


# অস্থায়ী ও উপ - রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম । 


# প্রধানমন্ত্রী : তাজউদ্দীন আহমদ । 


# অস্থায়ী সরকার গঠিত হয় : মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ( বর্তমান মুজিবনগর ) ভবের-পাড়া গ্রামের আমবাগানে । 


সরকার ও প্রশাসন :-


# সরকার পদ্ধতি : সংসদীয় সরকার ব্যবস্থা । 


# মন্ত্রণালয় : ৪১ টি ( রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ) । 


# প্রথম নারী প্রধানমন্ত্রী : বেগম খালেদা জিয়া । 


# বর্তমান রাষ্ট্রপতি : মােঃ আবদুল হামিদ এডভােকেট । 

# বর্তমান প্রধানমন্ত্রী : শেখ হাসিনা । 


জাতীয় সংসদ :-


# আইনসভার নাম : জাতীয় সংসদ । 

# ইংরেজি নাম : House of the Nations.

# মােট সংসদ সদস্য : ৩৫০ । 

# সংরক্ষিত নারী সংসদ সদস্য : ৫০ । 

# জাতীয় সংসদের ১ নং আসন : পঞ্চগড় -১ ( তেঁতুলিয়া - সদর - অটোয়ারী ) । 

# জাতীয় সংসদের ৩০০ নং আসন : বান্দরবান । 

# প্রথম স্পিকার : মােহাম্মদ উল্লাহ । 

# বর্তমান স্পিকার : ড . শিরীন শারমিন চৌধুরী ।


নির্বাচন ও নির্বাচন কমিশন :- 

# প্রথম সংসদ নির্বাচন : ৭ মার্চ ১৯৭৩ । 


# সর্বশেষ সংসদ নির্বাচন : ৫ জানুয়ারি ২০১৪ । 


# প্রথম প্রধান নির্বাচন কমিশনার : বিচারপতি মাে . ইদ্রিস । 


# বর্তমান প্রধান নির্বাচন কমিশনার : কাজী রকিবউদ্দিন আহমদ । 


# নিবন্ধিত রাজনৈতিক দল : ৪১ টি । ( তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ে অবৈধ ঘােষিত হয় ১ আগস্ট ২০১৩ ) 


স্থানীয় সরকার :-


# বিভাগ : ৮ টি — ঢাকা , চট্টগ্রাম , রাজশাহী , খুলনা , বরিশাল , সিলেট , রংপুর ও ময়মনসিংহ। 

# জেলা : ৬৪ টি । 

# সিটি কর্পোরেশন : ১১ টি ।

# উপজেলা : ৪৯০ টি । 

# পৌরসভা : ৩২৬ টি । 


# ইউনিয়ন : ৪,৫৩৬ টি ( সূত্র : স্থানীয় সরকার বিভাগ ) ; ৪,৫০০ টি ( সূত্র : পরিসংখ্যান পকেট বই ২০১৪ ) ; ৪,৫৬২ টি ( সূত্র : পঞ্চম আদমশুমারি ২০১১ ) । 


# গ্রাম : ৮৭,১৯১ টি ( সূত্র : পঞ্চম আদমশুমারি ২০১১ ) । 


ব্যাংক - বীমা :-


# কেন্দ্রীয় ব্যাংক : বাংলাদেশ ব্যাংক । 

# বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর : এ এন এম হামিদুল্লাহ । 

# বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর : ফজলে কবির । 

# মুদ্রা : টাকা ( সরকারি নােট : ৩ টি ; ১ , ২ ও ৫ টাকা ; ব্যাংক নােট : ৬ টি ; ১০ , ২০ , ৫০ , ১০০ , ৫০০ , ও ১০০০ টাকা ) । 

# ব্যাংক : ৬৪ টি । 

# তফসিলভূক্ত ব্যাংক : ৫৭ টি । 

# বীমা : ৭৯ টি । 


কৃষি , খনিজ , শিল্প ও অর্থনীতি :-


# প্রধান শস্য : ধান , গম , পাট , চা , তামাক , আলু , আখ ইত্যাদি । 


# প্রধান শিল্প প্রতিষ্ঠান : পাটকল , চিনিকল , কাগজকল , কাপড়ল , সিমেন্ট কারখানা , সার কারখানা , ইস্পাত কারখানা ইত্যাদি । 


# খনিজ সম্পদ : প্রাকৃতিক গ্যাস , চুনাপাথর , কঠিন শিলা , কয়লা , লিগনাইট , সিলিকা বালি , সাদা মাটি , তেজস্ক্রিয় বালি ইত্যাদি ।


# অর্থনীতি : অর্থনীতি প্রধানত কৃষিনির্ভর এবং বাণিজ্যিক ভারসাম্য প্রতিকূলে । অর্থাৎ রপ্তানির চেয়ে আমদানির পরিমাণ বেশি । দেশের প্রায় ৮০ ভাগ লােক প্রত্যক্ষ বা পরােক্ষভাবে কৃষির ওপর নির্ভশীল । 


# প্রধান আমদানি দ্রব্য : খাদ্যসামগ্রী , অপরিশােধিত তেল , শিল্পের কাঁচামাল , কলকব্জা , রাসায়নিক দ্রব্য , ইকুইপমেন্ট , খুচরা যন্ত্রাংশ , তুলা , সার , ভােজ্য তেল , গম , বীজ , লােহা , স্টিল ইত্যাদি । 


# প্রধান রপ্তানি দ্রব্য : তৈরি পােশাক , কাঁচা পাট ও পাটজাত সামগ্রী , চা , চামড়া , হিমায়িত চিংড়ি , ব্যাগ , সিরামিক , রাসায়নিক দ্রব্য , ওষুধ , ইউরিয়া , নিউজপ্রিন্ট ও মসলা । 


# চা বাগান : ১৬৬ টি । 


# ইপিজেড : সরকারি ৮ টি— চট্টগ্রাম , ঢাকা , মােংলা , ঈশ্বরদী , উত্তরা , কুমিল্লা , আদমজী ও কর্ণফুলী এবং বেসরকারি ১ টি ( কোরিয়ান ইপিজেড ) । 


নদীমালা :-


# প্রধান নদ - নদী : গঙ্গা , পদ্মা , ব্রহ্মপুত্র , যমুনা , সুরমা , কুশিয়ারা , মেঘনা , কর্ণফুলী প্রভৃতি। 

# দীর্ঘতম , বৃহত্তম , প্রশস্ততম , গভীরতম নদী : মেঘনা । 


যােগাযোগ :-


# জাতীয় মহাসড়ক : ৩,৮১৩ কিমি ( অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ ) । 


# আঞ্চলিক মহাসড়ক : ৪,২৪৭ কিমি ( অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ ) । 


# রেলপথ : ২,৮৭৭ কিমি ( অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ )। 


# আন্তর্জাতিক বিমানবন্দর : ৩ টি ( ঢাকা , চট্টগ্রাম ও সিলেট ) । 


# নদীবন্দর : ঢাকা , নারায়ণগঞ্জ , বরিশাল , চাঁদপুর , খুলনা , বাঘাবাড়ী , পটুয়াখালী , নরসিংদী , আরিচা , নটাখােলা , দৌলতদিয়া , টঙ্গী , মাওয়া , চর-জানাজাত , আশুগঞ্জ - ভৈরববাজার , ভােলা , বরগুনা , নােয়াপাড়া , মীরকাদিম , ছাতক , মেঘনাঘাট , ঘােড়াশাল ও ফরিদপুর । 


# সমুদ্রবন্দর : ৩ টি ( চট্টগ্রাম , মংলা ও পায়রা ) । 

# স্থলবন্দর : ২৩ টি । 


শিক্ষা :-


# সাক্ষরতার হার : ৫১.৮ % [ আদমশুমারি ২০১১ , ৬৫.৫ % ( ব্যানবেইস জরিপ ২০০১ ) ৬২.৩ % (অর্থনৈতিক সমীক্ষা ২০১৬) ; ৫৩.৭ বিবিএস সাক্ষরতা মূল্যায়ন জরিপ ২০১১] । 


# সরকারি বিশ্ববিদ্যালয় : ৩৭ টি । 

# বেসরকারি বিশ্ববিদ্যালয় : ৯৫ টি। 


# আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় : ২ টি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনােলজি ( গাজীপুর ) এবং এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটি ( চট্টগ্রাম ) । 


# সরকারি মেডিকেল কলেজ : ৩৭ টি । সাধারণ এমবিবিএস মেডিকেল কলেজ ২৯ টি ; আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ১ টি , আর্মি মেডিকেল কলেজ ৫ টি , ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ১ টি এবং হােমিওপ্যাথিক মেডিকেল কলেজ ১ টি । 


# ক্যাডেট কলেজ : ১২ টি ( এর মধ্যে গার্লস ৩ টি ) । 


গণমাধ্যম ও টেলিযােগাযােগ :-


# সরকারি টেলিভিশন চ্যানেল : বাংলাদেশ টেলিভিশন ( বিটিভি ) , বিটিভি ওয়ার্ল্ড এবং সংসদ বাংলাদেশ টেলিভিশন । 


# টেলিভিশন কেন্দ্র : ২ টি — ঢাকা ও চট্টগ্রাম । 

# অনুমােদিত বেসরকারি স্যাটেলাইট চ্যানেল : ৪১ টি। 


# অনুমােদিত কমিউনিটি রেডিও : ৩২ টি । 

# অনুমােদিত বেসরকারি এফএম রেডিও : ২৮ টি । 


তথ্য প্রযুক্তি :-


# ইন্টারনেট চালু : ৪ জুন ১৯৯৬ । 

# থ্রিজি চালু : ১৪ অক্টোবর ২০১২ । 


# মােবাইল ফোন অপারেটর : ৬ টি ( সিটিসেল , গ্রামীণফোন , রবি , বাংলালিংক , টেলিটক ও এয়ারটেল ] । 


# উপগ্রহ ভূ - কেন্দ্রের সংখ্যা : ৪ টি ( বেতবুনিয়া , তালিবাবাদ , মহাখালী ও সিলেট ) । 


# প্রথম সার্চ ইঞ্জিন : পিপীলিকা ( চালু ১৩ এপ্রিল ২০১৩ ) ।


# প্রথম বাংলা সামাজিক যোগাযােগ সাইট : বেশতাে ( চালু ২৮ ফেব্রুয়ারি ২০১৩ )


Post a Comment

0 Comments