Ticker

6/recent/ticker-posts

Header Ads Wigete

প্রাথমিক/নিবন্ধন সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতি পর্ব - ২

আজ আপনাদের জন্য থাকছে প্রাইমারি / নিবন্ধন শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতির জন্য ২য় পর্ব।   

প্রাথমিক/নিবন্ধন সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতি পর্ব - ২



১. কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি ? 

(ক) ছাগলে কিনা খায় 

(খ) টাকায় টাকা আনে 

(গ) আরিফ বই পড়ে 

(ঘ) ডাক্তার ডাক 

উত্তরঃ (গ) আরিফ বই পড়ে


২. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ ? 

(ক) দুর্ভিক্ষ ( ভিক্ষার অভাব ) 

(খ) নীলকণ্ঠ ( নীল কণ্ঠ যার ) 

(গ) দম্পতি ( জায়া ও পতি ) 

(ঘ) একাদশ ( একের অধিক দশ ) 

উত্তরঃ (ঘ) একাদশ ( একের অধিক দশ ) 


প্রাথমিক/নিবন্ধন সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতির জন্য সকল পর্ব-সমূহ দেখতে এখানে Click করুন



৩. “ শিষ্টাচার ’ - এর সমার্থক শব্দ কোনটি ? 

(ক) সততা 

(খ) নিষ্ঠা 

(গ) সদাচার 

(ঘ) সংযম 

উত্তরঃ (গ) সদাচার


৪. ‘ সাত নরী হার ' কাব্যগ্রন্থটি কোন কবির রচনা ? 

(ক) আবদুল মান্নান সৈয়দ 

(খ) আবু জাফর ওবায়দুল্লাহ 

(গ) বেলাল চৌধুরী  

(ঘ) নির্মলেন্দু গুণ 

উত্তরঃ (খ) আবু জাফর ওবায়দুল্লাহ


৫. তেইশ নম্বর তৈলচিত্র ’ উপন্যাসটি কার রচনা ? 

(ক) স্বর্ণ কুমারী দেবী 

(খ) জরাসন্ধ 

(গ) হুমায়ূন আহমেদ 

(ঘ) আলাউদ্দীন আল আজাদ 

উত্তরঃ (ঘ) আলাউদ্দীন আল আজাদ


৬. “ বিজয়া ’ নাটকটির রচয়িতা কে ? 

(ক) শরচ্চন্দ্র চট্টোপাধ্যায় 

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর 

(গ) দ্বিজেন্দ্রলাল রায় 

(ঘ)  মীর মশাররফ হােসেন 

উত্তরঃ (ক) শরচ্চন্দ্র চট্টোপাধ্যায়


৭. কোনটি শুদ্ধ বানান ? 

(ক) গৃহিনী 

(খ) গৃহিণি 

(গ) গৃহীনী 

(ঘ) গৃহিণী 

উত্তরঃ (ঘ) গৃহিণী 



৮. “ যিনি বক্তৃতা দানে পটু ’ তাকে বলে— 

(ক) বাকপটু 

(খ) বাগ্মী 

(গ) সুবক্তা 

(ঘ) অনলবর্ষী

উত্তরঃ (খ) বাগ্মী 


৯. ‘ একাদশে বৃহস্পতি ’ এর অর্থ কি ? 

(ক) সুসংবাদ 

(খ) আবেগের বহিঃপ্রকাশ 

(গ) উৎফুল্ল হওয়া 

(ঘ) সৌভাগ্যের বিষয় 

উত্তরঃ (ঘ) সৌভাগ্যের বিষয়


১০. ‘ পড়েছি মােগলের হাতে খানা খেতে হবে সাথে ' - এর অর্থ কি ? 

(ক) ভদ্র ব্যক্তি সাথে খাদ্য খাওয়া 

(খ) মােগলের সাথে বসে খাদ্য খাওয়া 

(গ) সুদিন হঠাৎ করে ফিরে আসা 

(ঘ) বিপদে পড়ে কাজ করা 

উত্তরঃ (ঘ) বিপদে পড়ে কাজ করা 


১১. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান ? 

(ক) পরপদ 

(খ) পূর্বপদ 

(গ) অন্যপদ 

(ঘ) উভয়পদ 

উত্তরঃ (ক) পরপদ


১২. অনুগ্রহ ' এর বিপরীতার্থক শব্দ---

(ক) নিগ্রহ

(খ) দয়া 

(গ) বিগ্রহ

(ঘ) প্রতিগ্রহ 

উত্তরঃ (ক) নিগ্রহ


১৩.  আজ রবিবার ” নাটকটির রচয়িতা কে ? 

(ক) জিয়া হায়দার 

(খ) মাসুম রেজা 

(গ) মামুনুর রশীদ 

(ঘ) হুমায়ূন আহমেদ 

উত্তরঃ (ঘ) হুমায়ূন আহমেদ 



১৪. প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে ? 

(ক) আলাওল 

(খ) সৈয়দ সুলতান 

(গ) মুহম্মদ খান 

(ঘ) শাহ মুহম্মদ সগীর

উত্তরঃ (ঘ) শাহ মুহম্মদ সগীর


১৫. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি ? 

(ক) দিগদর্শন 

(খ) সংবাদ প্রভাকর 

(গ) তত্ত্ববােধিনী 

(ঘ) বঙ্গদর্শন 

উত্তরঃ (ক) দিগদর্শন 


১৬. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলাে— 

(ক) পরশুরাম 

(খ) নীল লােহিত 

(গ) ভানুসিংহ ঠাকুর 

(ঘ) গাজী মিয়া 

উত্তরঃ (গ) ভানুসিংহ ঠাকুর


১৭. সাধুভাষা ও চলিত ভাষার পার্থক্য---

(ক) তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে 

(খ) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে 

(গ) শব্দের রূপগত ভিন্নতায় 

(ঘ) জটিল রূপে

উত্তরঃ (খ) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে


১৮. উপসর্গ কোনটি ? 

(ক) অতি

(খ) থেকে 

(গ) চেয়ে 

(ঘ) দ্বারা 

উত্তরঃ (ক) অতি


১৯. “ আশ্চর্য ' - এর সন্ধি বিচ্ছেদ— 

(ক) অ + আর্চ 

(খ) আ + চর্য 

(গ) অতি + চার্য 

(ঘ) আশ + চর্য 

উত্তরঃ (খ) আ + চর্য 


২০. ‘ কেতাদুরস্ত ' শব্দটির সঠিক অর্থ কোনটি ? 

(ক) অলস 

(খ) দুর্বল 

(গ) পারদর্শী 

(ঘ) পরিপাটি 

উত্তরঃ (ঘ) পরিপাটি


২১. I attend ' - office punctually . বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে---

(ক) at 

(খ) on 

(গ) to 

(ঘ) in 

উত্তরঃ (ক) at


প্রাথমিক/নিবন্ধন সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতির জন্য সকল পর্ব-সমূহ দেখতে এখানে Click করুন


২২. নিচের কোনটি শুদ্ধ বাক্য ? 

(ক) He refused the debt 

(খ) I could not do justice to it 

(গ) I could not make justice to it 

(ঘ) I took a bath 

উত্তরঃ (ঘ) I took a bath 


২৩. 'I have bought the books'- বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে— 

(ক) The books have been bought by me . 

(খ) The books had been bought by me . 

(গ) The books were bought by me . 

(ঘ) The books are bought by me . 

উত্তরঃ (ক) The books have been bought by me . 


২৪. Deny শব্দের noun হবে— 

(ক) Refuse 

(খ) Denial 

(গ) Deny

(ঘ) Deniable 

উত্তরঃ (খ) Denial 


22. He said to me , " Will you go home ? " - বাক্যটির indirect speech হবে– 

(ক) He said to me if I will go home . 

(ক) He said to me if I would go home . 

(গ) He asked me if I would go home . 

(ঘ) He asked me if I will go home . 

উত্তরঃ (গ) He asked me if I would go home .


২৬. The mob - dispersed বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে— 

(ক) is 

(খ) are

(গ) have 

(ঘ) has 

উত্তরঃ (খ) are 


২৭. কোনটি শুদ্ধ বানান ? 

(ক) Comemorate 

(খ) Commemmorate 

(গ) Comemmorate 

(ঘ) Commemorate 

উত্তরঃ (ঘ) Commemorate 


২৮. ' By all means'- এর অর্থ হচ্ছে -

(ক) Meaningless 

(খ) Certainly 

(গ) Uncertainly 

(ঘ) Meaningful 

উত্তরঃ (খ) Certainly


২৯. নিচের কোন বাক্যটি শুদ্ধ ? 

(ক) He cannot pronunciate the word 

(খ) I saw his pulse 

(গ) Tell me where are you going ? 

(ঘ) Dog is a faithful animal 

উত্তরঃ (ক) He cannot pronunciate the word


৩০. ' Am I wanted by you ? ' বাক্যের active voice হচ্ছে— 

(ক) Are you wanted me ? 

(খ) Did you want me ? 

(গ) Does you want me ? 

(ঘ) Do you want me ? 

উত্তরঃ (ঘ) Do you want me ? 


৩১. কোনটি ' Alight ' শব্দটির সমার্থক শব্দ ? 

(ক) Descend 

(খ) Glaze 

(গ) Flight

(ঘ) Mount

উত্তরঃ (ক) Descend


৩২. কোনটি Abstract Noun ? 

(ক) City 

(খ) Boy 

(গ) Obey 

(ঘ) Humility 

উত্তরঃ (ঘ) Humility


৩৩. Antonym of the word 'Doctrine' is -

(ক) Belief 

(খ) Faith 

(গ) Error 

(ঘ) Theory 

উত্তরঃ (গ) Error


৩৪. One should be careful about – duty . বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে— 

(ক) his 

(খ) her 

(গ) one's 

(ঘ) the 

উত্তরঃ (গ) one's


৩৫. Honey is - sweet .

(ক) very 

(খ) too much 

(গ) much too 

(ঘ) excessive 

উত্তরঃ (ক) very


৩৬. He had written the book before he -

(ক) has retired 

(খ) retired 

(গ) had retired 

(ঘ) will be retired

উত্তরঃ (খ) retired 


৩৭. 'Paediatric' relates to the treatment of - 

(ক) Adults 

(খ) Children 

(গ) Old people 

(ঘ) Women 

উত্তরঃ (খ) Children


৩৮. শুদ্ধ বাক্য কোনটি ? 

(ক) I forbade him from going . 

(খ) I forbade him to go.

(গ) I forbade him to going. 

(ঘ) I forbade him not to go 

উত্তরঃ (খ) I forbade him to go


৩৯. ' Choose the appropriate meaning of the idiom ' Swan Song'— 

(ক) First Work 

(খ) Last Work 

(গ) Middle Work 

(ঘ) Early Work 

উত্তরঃ (খ) Last Work


৪০. Adjective of the word ' envy ' is -

(ক) envious 

(খ) entity 

(গ) jealous 

(ঘ) enviable 

উত্তরঃ (ক) envious


৪১. কোন সংখ্যাটি বৃহত্তম ? 

(ক) ০.৩ 

(খ) √০.৩

(গ) ১/৩

( ঘ ) ২/৫ 

উত্তরঃ (খ) √০.৩


৪২. বার্ষিক শতকরা ৬.০০ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা  সুদে - আসলে ৫৫৮ টাকা হবে ? 

(ক) ৩ বছর 

(খ) ৪ বছর 

(গ) ৫ বছর 

(ঘ) ৬ বছর 

উত্তরঃ (খ) ৪ বছর


৪৩. একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান । বর্গের পরিসীমা ২৪ সেমি এবং আয়তের প্রস্থ ৪ সেমি হলে , আয়তের পরিসীমা হবে— 

(ক)১৬ সেমি 

(খ) ২০ সেমি 

(গ) ২৪ সেমি

(ঘ) ২৬ সেমি

উত্তরঃ (ঘ) ২৬ সেমি


৪৪. একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে— 

(ক) দ্বিগুণ 

(খ) তিন গুণ 

(গ) চার গুণ

(ঘ) একই থাকবে 

উত্তরঃ (গ) চার গুণ


প্রাথমিক/নিবন্ধন সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতির জন্য সকল পর্ব-সমূহ দেখতে এখানে Click করুন


৪৫. একটি কলম ২৫ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় , ৩৫ টাকায় বিক্রয় করলে তত লাভ হয় । কলমটির ক্রয়মূল্য কত ? 

(ক) ২৮ টাকা

(খ) ৩০ টাকা 

(গ) ৩২ টাকা 

(ঘ) ৩৪ টাকা 

উত্তরঃ (খ) ৩০ টাকা


৪৬. করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩ : ৪ এবং রহিম ও মােহনের নম্বরের অনুপাত ৬ : ৭ হলে করিম ও মােহনের নম্বরের অনুপাত -

(ক) ৪ : ৭ 

(খ) ২ : ৩

(গ) ২ : ৭ 

(ঘ) ৯ : ১৪ 

উত্তরঃ ঘ) ৯ : ১৪


৪৭. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ : ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে ? 

(ক) ৯ : ৭

(খ) ৭ : ২ 

(গ) ৩১ : ১৬ 

(ঘ) ৭ : ৩ 

উত্তরঃ (গ) ৩১ : ১৬ 


৪৮. a + b = 5 এবং a - b = 3 হলে , ab এর মান কত ? 

(ক) 5 

(খ) 4 

(গ) 3 

(ঘ) 2 

উত্তরঃ (খ) 4 


৪৯. একজন পুরুষ যে কাজ ১ দিনে করতে পারে ঐ কাজ ১ জন স্ত্রীলােকের করতে ৩ দিন লাগে । একটি কাজ ১৫ জন পুরুষ ১ দিনে করতে পারে । ঐ কাজ একদিনে করতে কতজন স্ত্রীলােকের প্রয়ােজন -

(ক) ৪৫ 

(খ) ৯০

(গ) ১৩৫

(ঘ) ৩০ 

উত্তরঃ (ক) ৪৫


৫০. ৯ , ১১ , ১৫ , ২৩ , ৩৯..... ধারাটির পরবর্তী সংখ্যা কত ? 

(ক) ৫২

(খ) ৬৫

(গ) ৭১

(ঘ) ৯২

উত্তরঃ (গ) ৭১


৫১. পরীক্ষায় ‘ ক ’ এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮২ , ৮৫ ও ৯২। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮৭ হয় ? 

(ক) ৮৯

(খ) ৮৮ 

(গ) ৮৬ 

(ঘ) ৯১

উত্তরঃ (ক) ৮৯


৫২. পূর্ববর্তী বছরের তুলনায় ২০১০ সালে চালের মূল্য ১০% বৃদ্ধি পায় । ২০১১ সালে চালের মূল্য ৫ % হ্রাস পায় । ২০০৯ সালের তুলনায় ২০১১ সালে চালের মূল্য কত বৃদ্ধি পেয়েছে ? 

(ক) 8% 

(খ) ৪.৫% 

(গ) ৫.০% 

(ঘ) ৫.৫% 

উত্তরঃ (খ) ৪.৫%


৫৩. কোনাে ত্রিভুজের তিন কোণের দ্বিখণ্ডকগুলাে যে বিন্দুতে ছেদ করে তাকে বলে- 

(ক) পরিকেন্দ্র 

(খ) অন্তঃকেন্দ্র 

(গ) ভরকেন্দ্র 

(ঘ) লম্ববিন্দু 

উত্তরঃ (খ) অন্তঃকেন্দ্র


৫৪. বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ । তিন বছর পরে , পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হয় । পিতা ও পুত্রের বর্তমান বয়স কত ? 

(ক) ৩৫ বছর , ৭ বছর 

(খ) ৫০ বছর , ১০ বছর 

(গ) ৪৫ বছর , ৯ বছর 

(ঘ) ২৫ বছর , ৫ বছর 

উত্তরঃ (গ) ৪৫ বছর , ৯ বছর


৫৫. একটি বানর ১৪ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে । বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে ? 

(ক) ৯ সেকেন্ড 

(খ) ১১ সেকেন্ড 

(গ) ১২ সেকেন্ড 

(ঘ) ১৩ সেকেন্ড 

উত্তরঃ (গ) ১২ সেকেন্ড 


৫৬. ( x + 3 ) ( x - 3 ) কে x2 - 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ? 

(ক) -6 

(খ) 3 

(গ) 6

(ঘ) -3

উত্তরঃ (ঘ) -3


৫৭. x + 1/x = √3  হলে , x3 + 1/x3 এর মান---

(ক) 2 

(খ) 4 

(গ) 0 

(ঘ) 6

উত্তরঃ (গ) 0


৫৮. যদি x2 + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় এবং p > 0 , তবে P এর মান কত ? 

(ক) √48 

(খ) 0 

(গ) √6 

(ঘ) √124 

উত্তরঃ (ঘ) √124


৫৯. x2-11x + 30 এবং x3 - 4x2 - 2x - 15 -এর গ.সা.গু. কত ? 

(ক) x - 5 

(খ) x - 6 

(গ) x2 + x + 3 

(ঘ) x2 - x + 3 

উত্তরঃ (ক) x - 5


৬০. ( √3.√5 )4 ' - এর মান কত ? 

(ক) 30 

(খ) 60 

(গ) 225 

(ঘ) 15 

উত্তরঃ (গ) 225


৬১. ' বাঙালি ' নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ? 

(ক) বগুড়া 

(খ) ফরিদপুর 

(গ) গােপালগঞ্জ 

(ঘ) কুড়িগ্রাম 

উত্তরঃ (ক) বগুড়া


৬২. পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ— 

(ক) পানিতে আর্সেনিকের পরিমাণ হ্রাস 

(খ) পরিবেশ দূষণ হ্রাস 

(গ) ডেঙ্গু জ্বরের প্রকোপ কমানাে 

(ঘ) উৎপাদন খরচের আধিক্য 

উত্তরঃ  খ) পরিবেশ দূষণ হ্রাস 


৬৩. মালদ্বীপ গঠিত হয়েছে কীভাবে ? 

(ক) একটি বড় দ্বীপ নিয়ে 

(খ) দুইটি ছােট দ্বীপ নিয়ে 

(গ) চারটি দ্বীপ নিয়ে 

(ঘ) অনেকগুলাে দ্বীপ নিয়ে 

উত্তরঃ (ঘ) অনেকগুলাে দ্বীপ নিয়ে


৬৪. লালবাগ কেল্লার আদি নাম— 

(ক) পরীবিবির দুর্গ  

(খ) আজম দুর্গ 

(গ) আওরঙ্গবাদ দুর্গ 

(ঘ) শায়েস্তা খান দুর্গ 

উত্তরঃ গ) আওরঙ্গবাদ দুর্গ 


৬৫. ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি ? 

(ক) নতুন ধরনের মাইক্রোফোন 

(খ) অপটিক্যাল ফাইবারে বার্তা প্রেরণ 

(গ) বােতাম টিপে ডায়াল করা 

(ঘ) ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ 

উত্তরঃ (ঘ) ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ


৬৬. ক্লোরােফিলবিহীন উদ্ভিদ হলাে— 

(ক) ব্যাঙের ছাতা 

(খ) ইউগ্লিনা 

(গ) ক্রাইসামিবা 

(ঘ) কোনােটিই নয় 

উত্তরঃ (ক) ব্যাঙের ছাতা


৬৭. রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত ? 

(ক) দুইটি 

(খ) তিনটি

(গ) চারটি 

(ঘ) পাঁচটি 

উত্তরঃ (গ) চারটি 


৬৮. শিক্ষকের কোন দিকে নজর দেয়া উচিত ? 

(ক) সংবাদ দেয়া 

(খ) অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানাে 

(গ) ছাত্রদের ব্যক্তিত্বের উন্নয়ন ঘটানাে 

(ঘ) ছাত্রদের ক্লাস করতে সাহায্য করা 

উত্তরঃ (খ) অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানাে


৬৯. স্থায়ী সালিশী আদালত কোথায় ? 

(ক) দি হেগে 

(খ) প্যারিসে 

(গ) লন্ডনে 

(ঘ) জেনেভায়  

উত্তরঃ (ক) দি হেগে


৭০. সীমান্ত গান্ধী ' নামে পরিচিত ---

(ক) রাজীব গান্ধী 

(খ) ইন্দিরা গান্ধী 

(গ) মহাত্মা গান্ধী 

(ঘ) খান আবদুল গাফফার খান 

উত্তরঃ (ঘ) খান আবদুল গাফফার খান 


৭১. রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলাে কিসের কাজ করে ? 

(ক) লেন্সের 

(খ) আতশী কাচের 

(গ) প্রিজমের

(ঘ) দর্পণের 

উত্তরঃ (গ) প্রিজমের


৭২. ইউরােপে রেনেসাঁ শুরু হয়— 

(ক) সপ্তদশ শতাব্দীতে 

(খ) ষােড়শ শতাব্দীতে 

(গ) পঞ্চদশ শতাব্দীতে

(ঘ) চতুর্দশ শতাব্দীতে 

উত্তরঃ (খ) ষােড়শ শতাব্দীতে


৭৩. উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত ? 

(ক) এশিয়া

(খ) অস্ট্রেলিয়া 

(গ) আফ্রিকা 

(ঘ) দক্ষিণ আমেরিকা 

উত্তরঃ (গ) আফ্রিকা


৭৪. হিজরী সন গণনা শুরু হয় কোন সালে ? 

(ক) ৬০২ সালে 

(খ) ৬১২ সালে 

(গ) ৬২২ সালে 

(ঘ) ৬২৩ সালে 

উত্তরঃ (গ) ৬২২ সালে


৭৫. কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে ? 

(ক) A রক্ত গ্রুপকে 

(খ) B রক্ত গ্রুপকে 

(গ) AB রক্ত গ্রুপকে 

(ঘ) O রক্তগ্রুপকে 

উত্তরঃ (গ) AB রক্ত গ্রুপকে


৭৬. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি ? 

(ক) শনি

(খ) বৃহস্পতি 

(গ) মঙ্গল 

(ঘ) বুধ 

উত্তরঃ (খ) বৃহস্পতি


৭৭. মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী ? 

(ক) পকপ্রণালী 

(খ) জিব্রাল্টার প্রণালী 

(গ) মালাক্কা প্রণালী 

(ঘ) ডােভার প্রণালী 

উত্তরঃ (গ) মালাক্কা প্রণালী


৭৮. ‘ আমি হিমালয় দেখিনি , আমি শেখ মুজিবকে দেখেছি । '- উক্তিটি কার ? 

(ক) নেলসন ম্যান্ডেলার 

(খ) ফিদেল ক্যাস্ট্রোর 

(গ) মার্শাল টিটোর 

(ঘ) জন এফ কেনেডির 

উত্তরঃ (খ) ফিদেল ক্যাস্ট্রোর


৭৯. সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সম অধিকার লাভ করবেন ' বলা আছে ? 

(ক) ১০ নং অনুচ্ছেদে 

(খ) ২১ (২) নং অনুচ্ছেদে 

(গ) ২৭ নং অনুচ্ছেদে 

(ঘ) ২৮ (২) নং অনুচ্ছেদে 

উত্তরঃ (ঘ) ২৮ (২) নং অনুচ্ছেদে


৮০. বিকেএসপি হলাে একটি ---

(ক) ক্রীড়া সংস্থার নাম 

(খ) সংবাদ সংস্থার নাম 

(গ) সমাজকল্যাণ প্রতিষ্ঠানের অঙ্গ সংস্থার নাম 

(ঘ) সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম

উত্তরঃ (ক) ক্রীড়া সংস্থার নাম




Post a Comment

0 Comments