বাগধারা
- গুরুত্বপূর্ণ বাগধারা সমূহ এর ২য় পর্ব দেখতে এখানে Click করুন।
- গুরুত্বপূর্ণ বাগধারা সমূহ এর ৩য় পর্ব দেখতে এখানে Click করুন।
১। অতিদর্পে হত লঙ্কা ( বেশি অহংকারে পতন ) – লােকটি কালাে টাকার জোরে কাউকে পাত্তাই দিতাে না ; এখন কেমন ফল ফললাে , একেই বলে অতিদর্পে হত লঙ্কা ।
২। অন্ধের যষ্টি ( একমাত্র অবলম্বন ) -বৃদ্ধা জননীর অন্ধের যষ্টি পুত্রটি অকালে প্রাণ হারালাে।
৩। অগস্ত্য যাত্রা ( শেষ প্রস্থান ) -- শ্বশুরের সাথে ঝগড়া করে জামাতা একেবারে অগস্ত্য যাত্রা করল ।
৪। অষ্টবজ্র সম্মিলন ( প্রতিভাবান ব্যক্তিদের এক সমাবেশ ) — মাওলানা আকরাম খাঁর সভাপতিত্বে বাংলা সাহিত্যের অষ্টবজ্র সম্মিলন হয়েছিল ।
৫। অল্পবিদ্যা ভয়ঙ্করী ( অল্প বিদ্যার গর্ব ) — অল্পবিদ্যা ভয়ঙ্করী বলেই অর্বাচীন গফুর মিয়া বাংলাদেশের সেরা বৈজ্ঞানিক ড . কুদরত - ই - খুদার বৈজ্ঞানিক তত্ত্বের সমালােচনায় অগ্রসর হলাে ।
৬। অগাধ জলের মাছ ( অত্যন্ত কৌশলী ) – কথাবার্তায় সাদাসিধে হলেও লােকটি অগাধ জলের মাছ , ওর প্রকৃত পরিচয় পেতে একটু দেরি হবে ।
৭। অর্ধচন্দ্র দান ( গলাধাক্কা দেয়া ) – চোরটার মায়াকান্নায় কর্ণপাত করাে না , বেশ করে অর্ধচন্দ্র দান করে বিদায় কর ।
৮। অনুরােধে ঢেঁকি গেলা ( অসম্ভবকার্য সম্পাদন করা ) – কাজটা খুবই কঠিন , তারপরও অধ্যক্ষের অনুরােধে ঢেঁকি গিলতে হচ্ছে ।
৯। অকালপক্ব ( ইঁচরে পাকা ) — এমন অকালপক্ব ছেলেকে যে সবাই অপছন্দ করবে সেটাই তাে স্বাভাবিক ।
১০। আকাশ - পাতাল ( ব্যবধানে বিশালতা ) – কার সাথে কার তুলনা করছো ভাই । উভয়ের মধ্যে আকাশ - পাতাল তফাত ।
১১। আঙুল ফুলে কলাগাছ ( হঠাৎ ধনী হওয়া ) – আঙুল ফুলে কলাগাছ হলেও ধরাকে সরা জ্ঞান করতে নেই ।
১২। আদায় কাঁচকলায় ( ঘোর শত্রুতা ) - খালিদ ও রফিকের মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত নেই ; উভয়ের সম্পর্কটা একেবারে আদায় কাঁচকলায় ।
১৩। আঁধার ঘরের মানিক ( প্রিয়বস্তু ) পুত্রটি ছিল বিধবা মাতার আঁধার ঘরের মানিক , সেও মাকে ফাঁকি দিল ।
১৪। আদার বেপারী ( সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি ) — তুমি আদার বেপারী হয়ে জাহাজের খরব নিতে চাও ? লাভ কিছুই হবে না ।
১৫। আদা - জল খেয়ে নামা ( কোমর বেঁধে নামা ) — সাব্বির গতবার পরীক্ষায় ভালাে করেনি তাই এবার আদা - জল খেয়ে নেমেছে ।
১৬। আঠার মাসে বছর ( দীর্ঘসূত্রতা ) -- তুমি একটি কুঁড়ের বাদশা , তােমার আঠার মাসে বছর , তােমার দ্বারা এ কাজ হবে না ।
১৭। আক্কেল গুড়ুম ( স্তম্ভিত ভাব / হতবুদ্ধি অবস্থা ) —কথাটা শুনে আমার তাে আক্কেল গুড়ুম ।
১৮। আটঘাট বাঁধা ( চারদিক সম্পর্কে সাবধানতা অবলম্বন করা ) — সব সময় আটঘাট বেঁধে কাজ করবে ।
১৯। ইঁদুর কপালে ( মন্দ ভাগ্য ) – ওরে হাসান , তুই ইঁদুর কপালে । একের পর এক তাের সবাই মরে গেল ।
২০। ইতর বিশেষ ( প্রভেদ বা পার্থক্য ) – কাজী সাহেব নিজের ছেলে আর ভাইয়ের ছেলের মধ্যে কোনােরূপ ইতর বিশেষ না করে এক রকম পােশাক দিতেন ।
২২। উত্তম - মধ্যম ( প্রহার ) – চোরটাকে ভালাে রকম উত্তম - মধ্যম দিয়ে ছেড়ে দেয়া হয়েছে ।
২৩। উড়নচণ্ডী ( অমিতব্যয়ী ) উড়নচণ্ডী হয়ে আর কতদিন বাপের হােটেলে কাটাবে , নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা কর ।
২৪। উদোর পিণ্ডি বুধাের ঘাড়ে ( একজনের কৃতকর্মের দায়িত্ব অন্যায়ভাবে অপরের ওপর আরােপ করা ) – সাদেক মহাজনের টাকা মেরে এখন উদোর পিণ্ডি বুধাের ঘাড়ে চাপাচ্ছে ।
২৫। উড়াে চিঠি ( ভিত্তিহীন পত্র বা সংবাদ ) – আরে বাপু , এত ভীত হয়েছ কেন , এ তাে উড়াে চিঠি , নাম নাই , ঠিকানা নাই ।
২৬। উড়ে এসে জুড়ে বসা ( অযাচিতভাবে এসে সর্বেসর্বা হওয়া ) — জীবনে যাকে দেখিনি সেই মেজ জা উড়ে এসে জুড়ে বসেছেন সংসারে
0 Comments